RANIGANJ-JAMURIA

মাত্র ২ হাজার টাকায় চুরির বাইক বিক্রির করতে আসা চোরকে গ্রেফতার করলো রানীগঞ্জের পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ থানার পুলিশ এবার মাত্র ২ হাজার টাকায় চুরির বাইক বিক্রির করতে আসা বাইক চোরকে চোরাই বাইকসহ গ্রেফতার করলো রানীগঞ্জের রনাই এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর ২২ শের অন্ডালের ভাদুর গ্রামের বাসিন্দা শাহনাজ আলম একটি হোন্ডা এসপি সাইন গাড়ি বিক্রি করতে আসে।

এই খবর রানীগঞ্জ থানার পুলিশ পাওয়ার পরপরই পুলিশের বিশেষ দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেই চোরাই বাইকসহ ওই যুবককে আটক করে । পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবকের কথা বেশ কিছু অসংগতি থাকায় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। মঙ্গলবার পুলিশ ধৃতকে বাইক চুরির অপরাধে ও তা অন্যায় ভাবে বিক্রির অভিযোগে গ্রেফতার করে আসানসোল জেলা আদালতে পাঠায়। আগামীতে পুলিশ ওই যুবক আর কোন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা জানার জন্য তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদনও জানান।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *