আসানসোলে ৪৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে রক্তদান শিবির

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: বৃহস্পতিবার আসানসোল বাজার সংলগ্ন জিটি রোডের পাশের পার্কিং লটে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের চেয়ারম্যান এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমরনাথ চ্যাটার্জির নেতৃত্বে এর উদ্বোধন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর উৎপল সিনহা, মহম্মদ হাসরাতুল্লাহ, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, কাউন্সিলর রাজেশ ওরফে বান্টি তিওয়ারি, আইএনটিটিইউসি ব্লক সভাপতি রাজু আহলুওয়ালিয়া, তৃণমূল নেতা শহিদ পারভেজ, বিমল জালান, আনোয়ারুল হক, মনোজ রজক, পুতুল, ভানু বোস সহ ৪৪ নম্বর ওয়ার্ডের সকল কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ওই রক্তদান শিবিরে মোট ৪৩ ইউনিট রক্ত সংগ্রহীত হয়।

ফিতে কেটে ওই রক্তদান শিবিরের উদ্বোধন করেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এরপর তিনি সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করেন। অমরনাথ চট্টোপাধ্যায় বলেন যে আজ শিবির থেকে ৬০ ইউনিট রক্ত ​​সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, প্রতি বছর তৃণমূল কংগ্রেস এই শিবিরের আয়োজন করে। রক্তের অভাবে যাতে কাউকে প্রাণ হারাতে না হয় সেজন্য এ বছরও এই শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বদা জনগণের সাথে থাকে এবং এই জাতীয় শিবিরের আয়োজন তার একটি উদাহরণ। তিনি এই শিবিরের আয়োজনের জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীদের প্রশংসা করেন। এদিন ওই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি অনেক সংখ্যক মহিলা রক্তদাতাকেও দেখা গিয়েছে।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *