DURGAPUR

দূর্গাপুরে ৪ কোটি ব্যয়ে রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরি, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের দুই বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক থেকে বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি উদ্বোধন করলেন দুর্গাপুরের শংকরপুরে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। এই উপলক্ষে শংকরপুরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ফরেন্সিক দপ্তরের আধিকারিকরা। মোট ৪ কোটি টাকা ব্যয় করে এই ল্যাব তৈরি করা হয়েছে।


এদিন বর্ধমানের সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট ১৩৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরির পরে দক্ষিণবঙ্গের দূর্গাপুরে এই রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি অপরাধ দমনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

দক্ষিণবঙ্গের যে পাঁচটি জেলা এই রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটারি থেকে উপকৃত হবে, সেগুলো হলো বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম। এইসব জেলার অপরাধ দমনের জন্য জন্য আর কলকাতার দিকে তাকিয়ে থাকতে হবে না বলে মত পুলিশ আধিকারিকদের। এরফলে বেশ খানিকটা চাপ কমবে কলকাতা ফরেন্সিক ল্যাবরেটরির।

Leave a Reply