স্কুটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া মোড় সংলগ্ন সাইনি হোটেলের সামনে থেকে স্কুটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী ঘটনার সম্পর্কে জানাযায় রবিবার সন্ধ্যের সময় দেন্দুয়া কল্যাণেশ্বরি রোড এর উপর সাইনি হোটেল এর মালিকের স্কুটি গাড়ি দাঁড়িয়ে ছিল ঠিক তখন কিছু দুষ্কৃতি হোটেল এর সামনে ফাঁকা সুযোগ পেয়েন স্কুটি গাড়িটি ডুপ্লিকেট চাবি লাগিয়ে চুরি করতে যায় কিন্তু হোটেলে থাকা সিসি টিভি হোটেলের কর্মীদের নজরে আসতেই ততখানাথ তাদের গিয়ে ধরে ফেলে এবং কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ কে খবর দেওয়া হলে তাঁদের হাতে তিনজনকে তুলে দেওয়া হয় ।




জানা যায় ধৃত তিনজনেই বারাবনি থানার পানুডিয়া পঞ্চায়েতের অন্তর্গত বড়ডাঙ্গা এলাকার বাসিন্দা।ধৃতদের নাম হলো সুকেন মারান্ডি (১৮),রাধে মারান্ডি (২৫) ও সাহেব মারান্ডি(২১)।পুলিশ ধৃতদের কাছে থেকে একটি সুজুকি মোটর সাইকেল সহ কয়েকটি গাড়ির চাবি এবং একটি মাস্টার চাবি উদ্ধার করেছে।তবে হোটেলের মালিক সুমিত কুমার সূত্রধর জানায় ধৃত তিনযুবক খাবার খাওয়ার জন্য সাইনি হোটেলে আসে এরপর খাবার খেয়ে ফাঁকাহ সময় দেখে একজন গিয়ে মাস্টার চাবি দিয়ে দাঁড়িয়ে থাকা স্কুটি গাড়িটি খুলে গাড়ি চালু করার চেষ্টা করে ।ঠিক সেই মুহূর্তে হোটেলের রায় বাবু নামক এক কর্মী সিসি টিভি ক্যামেরায় দেখে কেও স্কুটি গাড়িটি নিয়ে যাবার চেষ্টা করছে তখনই তাকে ধরে ফেলে। তবে হোটেলের কর্মচারী যদি না দেখতো তবে হয়তো তারা গাড়ি নিয়ে চম্পট হয়ে যেতো।পুলিশ তদন্ত শুরু করেছে।
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- Mamata Banerjee Target 2026 : ‘आमार पाड़ा, आमार समाधान’ स्कीम की घोषणा, 8 हजार करोड़ का आवंटन