রানিগঞ্জে বিশিষ্টজনেরা বিভিন্ন প্রকল্পের পরিসেবা তুলে দেন উপভোক্তাদের হাতে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা মোড়ে রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার সাথেই, বিভিন্ন প্রকল্পের পরিসেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করলেন। এ বিষয়ে প্রেক্ষিতে শুধুমাত্র হাওড়া জেলাতেই নয় রাজ্যের ১৫ টি জেলার মধ্যে ৯১১ টি প্রকল্পের উদ্বোধন পর্ব সারলেন তিনি। যার জন্য ব্যয় করা হচ্ছে ২৯৫১ কোটি ২১ লক্ষ টাকা। এদিন ভার্চুয়ালি এই প্রকল্পগুলির উদ্বোধন পর্ব সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরে সম্পন্ন হল এই বিশেষ বৈঠক। যেখানে এদিন বিশেষভাবে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন পর্বে হাজির থাকার সাথেই, রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা গুলিকে, সাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাজির হলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক অরুন প্রসাদ, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জা, রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, প্রমূখ।

এদিন পশ্চিমবঙ্গের ১৫ টি জেলার সাথেই পশ্চিম বর্ধমান জেলার উপায় ৮টি প্রকল্পের জন্য ৪২ কোটি ৫ লক্ষ টাকা। যার মধ্যে রানিগঞ্জের দুটি প্রকল্পের একটি হল রানীগঞ্জের সিয়ারসোল এলাকায় অবস্থিত রানীগঞ্জ গার্লস হাই স্কুলের স্টেজ ও সেড করে দেওয়ার জন্য প্ল্যানিং ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয় যার স্টেজ ও সেডের উদ্বোধন পর্ব সারা হয়। একইভাবে ই গ্রামীন এলাকার জেমেরি গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হল এর উদ্বোধনপর্ব সারা হয়। যে কমিউনিটি হল কে গড়ে তুলতে ২০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে জানা গেছে। এর সাথেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে। সেই সব প্রকল্পের সুবিধা পাওয়া সদস্যদের পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য, বিশিষ্টজনেরা বিভিন্ন প্রকল্পের কাগজ তুলে দেন উপভোক্তাদের হাতে।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *