ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে পেপার মিলের অবসরপ্রাপ্ত কর্মীর সাথে প্রতারণা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার পেপার মিলের অবসর গ্রহণ করা এক প্রবীণ ব্যক্তির সাথেই হল অভিনব প্রতারণা। কয়েক ঘন্টার ব্যবধানে ব্যাংকের পাস বুক থেকে ১০ দফায় ৫৩ হাজার ৬০০ টাকা উধাও হল। ঘটনা প্রসঙ্গে জানা যায় পেপার মিলের প্রাক্তন এই কর্মী। প্রবীণ নাগরিকত্ব গ্রহণের জন্য এক বেসরকারি ব্যাংকে একাউন্ট খুলতে যান, বছর 61 র বল্লভপুর রঘুনাথ চকের বাসিন্দা গোপাল চন্দ্র খা। এরপর তার চেকবুক ও এটিএম কার্ড, কুরিয়ারে পাঠানোর কথা ছিল। পরে তার মোবাইলে একটি মেসেজ আসে। আর সেই মেসেজের সূত্র ধরেই তাকে ফোন করে 2 টাকা দিয়ে অ্যাক্টিভেশন চার্জ দেওয়ার জন্য জানানো হয়।

সে মতোই লিংকের সূত্র ধরে দু টাকা পাঠান তিনি। এর পরের দিন সন্ধ্যে থেকেই প্রথম দফায় ৪৯ হাজার ৯৯৯ টাকা, ও পরবর্তীতে ন দফায় মোট ৫৩ হাজার ৬০০ টাকা তুলে নেয় প্রতারক দল। এ বিষয়ে তিনি রানীগঞ্জ থানা ও সাইবার সেলের দারস্ত হন। পরে অভিযোগ জানানো হয় আসানসোল ও কলকাতা সাইবার সেলেও। তবে প্রবীণ সদস্যের দাবি তার টাকার ট্রানজেকশন সম্পর্কে তিনি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে বলার পর, তারা টাকা কোন খাতে, কোথা থেকে কোথায় জমা হচ্ছে, তা জানার পরও সেই টাকা উদ্ধার করার কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যা নিয়ে অভিযোগ করেন তিনি।

Leave a Reply