বার্ণপুর রোডে পথ দুর্ঘটনা, মৃত্যু আসানসোল পুরনিগমের সুপারভাইজারের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* : এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আসানসোল পুরনিগমের সুপারভাইজারের। বৃহস্পতিবার রাতে আসানসোলের হিরাপুর থানার বার্নপুর রোডে রবীন্দ্রনগরের কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে এই পথ দুর্ঘটনা ঘটেছে। আসানসোল পুরনিগমের ৫ নং বোরো অফিসে সুপারভাইজার ছিলেন অনুপ কুমার দে ওরফে খোকন (৫৭)। তার বাড়ি হিরাপুর থানার রাধানগরের। মর্মান্তিক এই ঘটনায় তার পরিবারের সদস্য ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ অনুপ কুমার দে ওরফে খোকন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে রাধানগরে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় বার্নপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে।
তিনি ডিভাইডারে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আসেন তার পরিবারের সদস্যরাও। গুরুতর জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকালে আসানসোল জেলা মৃতদেহর ময়নাতদন্ত। এই ঘটনায় ঐ মোটরসাইকেলে থাকা দুজনও জখম হয়। তাদেরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
- एसडीओ ने किया आंगनबाड़ी केंद्रों का दौरा
- দূর্গাপুরে ন্যাপথলিন কারখানায় আগুন, ঝলসে জখম এক কর্মী
- Asansol से गुजरनेवाली लंबी दूरी के 15 जोड़ी ट्रेनों में 4 सेकंड क्लास कोच
- भू माफियाओं, दलालों के गिरोह पर कार्रवाई को लेकर राज्य भर में कांग्रेस का प्रदर्शन
- ADDITIONAL GENERAL SECOND CLASS COACHES ATTACHED WITH POPULAR LONG DISTANCE TRAINS TO MEET THE NEED OF THE COMMON PASSENGERS