ASANSOL

আসানসোল জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ২০২৩ সালের আসানসোল জেলা হাসপাতালের প্রথম রোগী কল্যান সমিতির বৈঠক হলো শনিবার সকালে। হাসপাতালের ডিএনবি কনফারেন্স হলে হওয়া এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।
এই বৈঠকে সুপার স্পেশালিটি হাসপাতালে প্রস্তাবিত ২৬ বেডের হাইব্রিড সিসিইউ, ডিস্ট্রিক্ট ইন্ট্রিগ্রিটিট পাবলিক হেল্থ ল্যাব ও ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও হাসপাতাল চত্বরে যানজট নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।


বৈঠক শেষে মন্ত্রী বলেন, জেলা হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। ১১ বছর আগে যে পরিসেবা এই হাসপাতাল থেকে পাওয়া যেতো, এখন তার থেকে ১০ গুন বেশি পরিসেবা পাওয়া যায়। আরো পরিকাঠামো কি করে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু সমস্যা রয়েছে, তা উচ্চ মহলে জানানো হবে।


সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, হাসপাতাল চত্বরে যানজটের একটা সমস্যা রয়েছে। বিশেষ করে আউটডোরের সময় তা হচ্ছে। পুলিশকে গোটা বিষয়টি বলা হয়েছে। সেই সময় যদি পুলিশের তরফে সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয় তাহলে সামাল দেওয়া যায়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে নেই। বৈঠকে এই ব্যাপারে মন্ত্রীকে বলা হয়েছে। তিনি কলকাতায় তা জানাবেন বলে জানিয়েছেন।
এদিনের বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, জেলা প্রশাসনের তরফে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর শিখা ঘটক সহ অন্যান্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *