দুর্গাপুরে মৌমাছি আতষ্ক ! হুলে আক্রান্ত ৮
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : মৌমাছির ঘরে বাজপাখির হানা আর মাশুল গুনলো এলাকাবাসী। মৌমাছির হুল বিদ্ধ হয়ে আক্রান্ত কমপক্ষে ৮ জন। স্থানীয়দের তৎপরতায় মৌমাছির হুলে বিদ্ধদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বেলা ১২ টা নাগাদ দুর্গাপুরের সিএমইআরআই কলোনি এলাকায় মৌমাছির বাসায় বাজপাখি হানা দেয় বলে স্থানীয়দের অনুমান। আর তাতেই এলাকা জুড়ে বেশ কিছুক্ষন দাপিয়ে বেড়ায় মৌমাছি দল। পথ চলতি প্রায় ৮ জন হুল বিদ্ধ হয়ে লুটিয়ে পরে রাস্তায়।




স্থানীয়রা তড়িঘড়ি ধোঁয়া দেওয়া শুরু করে এলাকায়। তারপর মৌমাছির হুলে বিদ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ কিন্তু পৌঁছায়নি বনদপ্তরের কোন কর্মী। যার জেরে গোটা এলাকায় এখন আতঙ্ক।
প্রসঙ্গত গত বছরে নিউ টাউনশিপ থানার অন্তর্গত দুর্গাপুর গভমেন্ট কলেজের সংলগ্ন রোডে বেশ কয়েকবার মৌমাছির দ্বারা আক্রান্ত হয়েছে বহু মানুষ। প্রাণও গেছে বিওজিএল বস্তির এক ব্যক্তির।
এমত অবস্থায় এখন আবার ফিরেছে মৌমাছি আতঙ্ক।
- পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
- Asansol : पुल गिरा चढ़ा राजनीतिक पारा, भाजपा – सीपीएम का हमला, उपमेयर का बचाव
- আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ
- Asansol : जन्मदिन पार्टी से लौटने में हुआ हादसा युवक की मौत, अस्पताल में तोड़फोड़
- Rupnarayanpur Kidnapping : 6 दिन से छात्रा का सुराग नहीं, मांगी फिरौती, पिता जहाँगीर की सीएम से गुहार