ASANSOL

ছাত্রীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ভাঙচুর

বেঙ্গল মিরর, কাজল মিত্র ও মনোজ শর্মা :-চিকিৎসার গাফিলতিতে এক স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকার এক চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানা ও কন্য্যপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা।



জানাযায় যে কিছুদিন আগে লালগঞ্জের বাসিন্দা রিঙ্কু মন্ডল মেয়ে শুক্লা মন্ডল কে নিয়ে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক দিজেন ভুই নামক এক চিকিৎসকের কাছে আসে
কিন্তু সেখানে ভুল চিকিৎসার ফলে তাকে নিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয় ।এরপরেই শনিবার সন্ধ্যা বেলা ঐ মেয়েটি মারা যায় জার নাম শুক্লা মন্ডল বয়স ১৭
সে কন্যাপুর বেসিক হায় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ।তবে রবিবার সকালে মৃতদেহ নিয়ে মৃতের পরিজন ও স্থানীয়রা এসে চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তার বাড়িও ভাঙচুর করে ঘটনাস্থলে এসে পৌঁছায় কন্যাপুর ফাঁড়ির পুলিশ।

file photo



তবে পরিবারের তরফে ঐ চিকিৎসক ও ঐ পরিবার এর বিরুদ্ধে কঠর পদক্ষেপের দাবি জানিয়ে বিক্ষোভ চলতে থাকে ।স্থানীয়রা জানাই জে এর আগেও এই চিকিৎসকের হাতে একটি ছেলে মারা গেছিলকিন্তু তাকে কিছু করা যায়নি বারংবার এরকম ঘটনা হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মধ্যে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *