বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে আসানসোলে মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল : বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতার শহীদ মিনারে লাগাতার ধর্ণা ও অনশন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে।সেই আন্দোলনের সমর্থন আজ সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাংশ কর্মবিরতি ও গণছুটি পালন করছেন। আজ আসানসোল কোর্ট চত্বর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল হয়।




মিছিলে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে শিউলি ব্যানার্জী,ভরত দাস,তাপস চক্রবর্তী,শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সুমন কল্যাণ মৌলিক, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুজয় মন্ডল, রবিশঙ্কর দাস,উস্থি সংগঠনের অরুপ মন্ডল,রিয়া মন্ডল রায়,প্রিয়ব্রত চট্টোপাধ্যায় সহ বহু মানুষ। অবিলম্বে ডিএ দানের দাবিতে সরব হন উপস্থিত আন্দোলনকারীরা।
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी
- রূপনারায়নপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে চম্পট
- मोहिशीला कॉलोनी में ‘श्री राम इंटरप्राइजेज’ हार्डवेयर दुकान का भव्य उद्घाटन
- মিশন হাসপাতাল, দুর্গাপুরের সহযোগিতা, আসানসোল ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
- উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী