ASANSOL

আসানসোলে ওম্যানস্ নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের আপকার গার্ডেন মিউনিসিপ্যাল পার্কে অনুষ্ঠিত হলো স্বর্গীয় বিশ্বজিৎ চট্টরাজ মেমোরিয়াল ওম্যানস্ নকআউট ফুটবল টুর্নামেন্ট। দুদিনের এই টুর্নামেন্টের উদ্যোক্তা আপকার গার্ডেন আমরা সবাই।
শনিবার সকালে এক অনুষ্ঠানে ১৬ টি দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। শনিবার দলের খেলাগুলি হয়। রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা।
ফাইনালে মুখোমুখি হয়েছিলো বাঁকুড়ার ভারতী আদিবাসী সংঘ ও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির শাঁকতোড়িয়া দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত (১-০) গোলে শাঁকতোড়িয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ভারতী আদিবাসী সংঘ।

ফাইনাল খেলা শেষে রবিবার রাতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , অ্যাথলিট বন্দনা মিশ্র, দক্ষিণবঙ্গের অন্যতম বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায়, মিঠু ওরফে সুব্রত ঘাঁটি, আসানসোল পুরনিগমের কাউন্সিলর তপন বন্দোপাধ্যায়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এলাকার প্রাক্তন ফুটবলারদের স্মারক দিয়ে উদ্যোক্তাদের তরফে সম্বর্ধনা দেওয়া হয়।
এছাড়াও ছিলেন লিল্টু রায়, অরুণাভ গুহ, শ্যামল সিনহা, প্রসেনজিৎ দত্ত, লাল্টু মিশ্র, তমোজিৎ দত্ত( বিল্টু), রাজকুমার বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *