বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে আসানসোলে মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল : বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতার শহীদ মিনারে লাগাতার ধর্ণা ও অনশন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে।সেই আন্দোলনের সমর্থন আজ সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাংশ কর্মবিরতি ও গণছুটি পালন করছেন। আজ আসানসোল কোর্ট চত্বর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল হয়।




মিছিলে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে শিউলি ব্যানার্জী,ভরত দাস,তাপস চক্রবর্তী,শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সুমন কল্যাণ মৌলিক, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুজয় মন্ডল, রবিশঙ্কর দাস,উস্থি সংগঠনের অরুপ মন্ডল,রিয়া মন্ডল রায়,প্রিয়ব্রত চট্টোপাধ্যায় সহ বহু মানুষ। অবিলম্বে ডিএ দানের দাবিতে সরব হন উপস্থিত আন্দোলনকারীরা।
- ACCI द्वारा दिया जाएगा शारद सम्मान
- শারদ সম্মান ২০২৫ ” র আয়োজনে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
- পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণা, জায়গা পেলো বেশ কিছু নতুন মুখ
- Paschim Bardhaman TMC ब्लॉक कमेटियों की घोषणा, नई बोतल में पुरानी शराब
- Asansol : धेमोमेन अक्षरधाम पंडाल, भव्य उद्घाटन 50 लाख बजट