ASANSOL

জিপিএল ওয়েমেনস এ টিম মিতালি রাজ, মেন্স এ টিম সৌরভ চ্যাম্পিয়ন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের কুমারপুরে জেনেক্স এক্সোটিকা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সানডে ক্রিকেট লিগ জিপিএল আয়োজন করেছিল। লিগে অংশগ্রহণকারী সমস্ত টিমগুলি উৎসাহের সঙ্গে অংশ নেয়। মহিলা বিভাগে মিতালি রাজ টিম বিজয়ী এবং ঝুলন গোস্বামীর দল রানার আপ হয়। যেখানে পুরুষদের মধ্যে, টিম সৌরভ চ্যাম্পিয়ন এবং টিম ধোনি রানার্স আপ হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ ডঃ জয়ন্ত খান এবং মেন্স ফাইনালে সিরিজ সুমন্ত্র পাত্র এবং মহিলাদের ফাইনালে চারু গোয়েল।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পূর্ণেন্দু চৌধুরী জানান, জেনেক্সে বসবাসরত বাসিন্দাদের জন্য একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবাই রীতিমত উপভোগ করেন প্রতিযোগিতা। সমাজসেবামূলক কাজেও জড়িত রয়েছে অ্যাসোসিয়েশন। যার মধ্যে রক্তদান থেকে শুরু করে অসহায়দের সাহায্য করা প্রভৃতি রয়েছে। এটি মিনি ভারত যেখানে সমস্ত উৎসব আড়ম্বর এবং ধুমধামের সাথে উদযাপিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ত্রিদীপ মণ্ডল, যুগ্ম সম্পাদক অনুপ মণ্ডল, কোষাধ্যক্ষ সমীর ঠাকুর, ক্রীড়া সম্পাদক রাজ ভগত, রাজা ঘোষ, সজল রায়, আরএস বৈশ্য, আরএস তিওয়ারি, সুব্রত রায়, সন্দীপ গোস্বামী, দেবু মণ্ডল, সুশান্ত মুখার্জি, নবীন সরকার, সমর মুখার্জী সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply