গৌরান্ডি বাজার মোড়ে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি থানার পানুড়িয়া হাতটলা বাজার এলাকায় ট্রাফিক গার্ড ও বারাবনি থানার যৌথ উদ্যোগে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে পালন করা হল পথ নিরাপত্তা সাপ্তাহ । এদিনের এই কর্মসূচিতে হেলমেট বিহীন মোটর বাইক চালকদের হেলমেট পরার আবেদন করে স্কুলের পড়ুয়ারা। একই সাথে গাড়ি আস্তে চালানো, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো ।




ট্রাফিক নিয়ম মেনে চলা থেকে গাড়ি চালানোর সময় শিট বেল্টের ব্যবহার করা। এই সব বিষয়ে গাড়ি চালকদের সচেতন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ACP কুলটি ট্রাফিক ঈপ্সিতা দত্ত, কুলটি ট্রাফিক গার্ডের অধিকারিক শুভেন্দুচ্যাটার্জী ও বারাবনি থানা ইনচার্জ মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ।