জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেগেলো স্করপিও
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ির অন্তর্গত দুনম্বর জাতীয় সড়ক এর বাইপাশের পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুডিহি চেকপোস্ট সংলগ্ন জাতীয়সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেযায় স্করপিও চারচাকা গাড়ি ।গাড়ির ভেতরে চালক সহ মোট আটজন ছিলো বলে জানা গেছে ।














খবর সূত্রে জানা যায় যে আসানসোল দিক থেকে ঝাড়খন্ড গামী একটি বিহার নম্বর চারচাকা স্করপিও গাড়ির সামনের একটি চাকা হটাৎ ব্লাস্ট করে যায় ফলে দ্রুতগতিতে থাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকবার পাল্টি হয় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ও গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ।গাড়ির ভেতরে চালক সহ মোট আটজন ছিলো বলে জানা গেছে ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে গাড়িতে থাকা আটজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এবং দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে চৌরাঙ্গি ফাঁড়িতে আনা হয়।
- চারচাকা থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার
- Cash Recovery : नाका चेकिंग में पुलिस की बड़ी कार्रवाई, दो अलग-अलग जगहों से नकद और संदिग्ध सामान बरामद
- पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस की 78 सदस्यीय नई जिला समिति घोषित, सभी नेताओं को खुश रखने की कोशिश
- SAIL ISP ठेका कर्मी की सिर कटी लाश मिलने से सनसनी, परिवार को मुआवजा व नौकरी का आश्वासन
- সেল আইএসপিতে কর্মরত ঠিকা কর্মীর মাথা কাটা দেহ উদ্ধার, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি


