চৈতালী তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলে শিবচর্চায় কম্বল বিতরণের সময় পদপিষ্ট হওয়ার ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে পুলিশ কী ব্যবস্থা নেয়, সেদিকেই এখন সবার নজর রয়েছে । এই ঘটনায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয়জন শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন।




উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোলে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোল কর্পোরেশনের বিরোধী দলনেতা চৈতালি তিওয়ারি। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। শুভেন্দু অধিকারী বেশ কিছু কম্বল বিতরণ করে অনুষ্ঠান ত্যাগ করেন। এরপর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এতে পদপিষ্ট হয়ে নিহত হন ৩ জন। আহত হয়েছেন বহু মানুষ।
এ নিয়ে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। কারণ পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছ থেকে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি। এরপর এই ঘটনায় মামলা হয়। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত ঢালী বাউরির ছেলে সুখেন। সেই অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চৈতালীসহ ৩ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়।
বিষয়টির কারণে, ১৯ ডিসেম্বর পুলিশ জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে যায় এবং একটি নোটিশ লাগিয়ে দেয়। এরপর ২২ ডিসেম্বর হাইকোর্ট চৈতালীর আবেদন গ্রহণ করে তাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়। তাকেও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ১০ ফেব্রুয়ারি একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশকে চৈতালিকে তদন্ত করার নির্দেশ দেন।
- পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
- Asansol : पुल गिरा चढ़ा राजनीतिक पारा, भाजपा – सीपीएम का हमला, उपमेयर का बचाव
- আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ
- Asansol : जन्मदिन पार्टी से लौटने में हुआ हादसा युवक की मौत, अस्पताल में तोड़फोड़
- Rupnarayanpur Kidnapping : 6 दिन से छात्रा का सुराग नहीं, मांगी फिरौती, पिता जहाँगीर की सीएम से गुहार