RANIGANJ-JAMURIA

ইসিএলের আবাসনে বন্ধ থাকা কার্যালয় দখল করাকে কেন্দ্র করে বিধায়ক অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে উত্তেজনাময় পরিস্থিতি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ইসিএলের আবাসন এলাকায় বন্ধ থাকা একটি আবাসন তাদের কার্যালয় বলে দাবি করে সেই কার্যালয় দখল করাকে কেন্দ্র করে এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল, খনি অঞ্চল রানীগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার অমৃত নগর কোলিয়ারি এলাকায়। সকাল থেকেই এই আবাসন কে দখলের লক্ষ্যে বিজেপির কর্মী সমর্থকেরা ওই অংশে উপস্থিত হলেও পুলিশ প্রশাসন ও ই সি এল নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়। পরে এই বিষয়ে বিধায়ক অগ্নিমিত্রা পালকে খবর দেওয়া হলে, তিনি এদিন বিকেল নাগাদ, হাজির হয়ে দলীয় কার্যালয়ে ঢুকে বসলেই, হাজির হন এলাকার এজেন্ট রাজ কুমার বন্দ্যোপাধ্যায় ও তার সাথে উপস্থিত হন পার্সোনাল ম্যানেজার দিনবন্ধু মন্ডল। তারা বারংবার বিধায়ককে ওই আবাসন এলাকা ছেড়ে যেতে বললেও, বিধায়ক উল্টে হুংকার দিয়েই দাবি করেন, আরো সমস্ত এলাকায় যখন আবাসন দখল হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন ? অন্য সব এলাকায়, ই সি এল এর জমিতেই বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি হলেও তা দেখছেন না কেন ? এমনই নানান কথা বলার সময়ই তিনি বিষয়টি নিয়ে সিএমডি ও জিএম এর সাথে কথা বলেছেন বলেই দাবি করে, সেই আবাসন ছাড়বেন না বলেই জানান দিয়ে সেখানেই এম এল এ কার্যালয় করা হবে বলে দাবি করেন।

এইসব কথাবার্তা চলার সময়ই পার্সোনাল ম্যানেজার বিধায়ককে, এসব অন্যায় হচ্ছে বলেই জানালে, তার সঙ্গে থাকা বিজেপির সকল কর্মী সমর্থকেরা ওই সকল আধিকারিকদের একেবারে তাড়া করতে থাকেন। বিষয়টির লক্ষ্য করে পুলিশ প্রশাসন তড়িঘড়ি মধ্যস্থতার জন্য পৌঁছে ইসিএল এর ওই সকল আধিকারিকদের কোনক্রমে ঘটনা স্থল থেকে সরিয়ে দেন। এদিন খবর লেখা পর্যন্ত বিধায়ক ওই কার্যালয়ের মধ্যেই বসে থেকেই নিজের সিদ্ধান্তে অনড় হয়ে দাবি করেছেন, তিনি বিষয়টি নিয়ে কয়লা মন্ত্রকের সঙ্গেও কথা বলবেন। এখানেই হবে তার বিধায়ক কার্যালয় দাবি করলেন অগ্নিমিত্রা পাল। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিধায়ক অগ্নিমিত্রা পালের এ ধরনের মন্তব্য করা উচিত নয় বলেই দাবি করলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস। তার দাবি বিধায়ক হয়ে এরূপভাবে অশালীন কথাবার্তা বলা উচিত নয় বলে দাবি করেন। তারেও দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্যই এ ধরনের কথাবার্তা ও আচরণ তিনি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *