রানীগঞ্জ গ্রামীণ এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিকে কেন্দ্র করে দলের মধ্যেই বিরোধীতা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ গ্রামীণ এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যেই বিরোধীতা লক্ষ্য করা গেল। সোমবারই এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রানীগঞ্জ গ্রামীণ এলাকার অঞ্চল সভাপতি থেকে শুরু করে বেশ কিছু পদে রদবদল করা হয়। যার মধ্যে চারজন অঞ্চল সভাপতি কে বাতিল করা হয়, সেখানেই বল্লবপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কে রাখা হয়। আর এই সিদ্ধান্তকে নিয়েই এবার সেই কমিটির সদস্য থেকে শুরু করে যুব ব্লক সভাপতি, গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি, ও পাঁচজন সক্রিয় ফাউন্ডার মেম্বার এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন।













তাদের দাবি তাদের সাথে কোন আলোচনা না করেই মনমর্জি মাফিক কয়েকজনের পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করায় যারা দীর্ঘদিনের পার্টির সক্রিয় কর্মী, আর যাদের নেতৃত্বেই নির্বাচনের সময়কালে ভালো ফল করতে পেরেছে দল তাদেরকে এই বঞ্চিত রাখা হচ্ছে বলেই দাবি করেন তারা। এদিন তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করে এই সিদ্ধান্ত দ্বারা মানছে না বলেই দাবি করে। তারা এ বিষয়ের প্রেক্ষিতে উচ্চ নেতৃত্বের কাছে বিষয়টিকে নিয়ে সরব হবেন বলেও জানিয়েছেন। যদিও এই সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে রানীগঞ্জ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনারায়ণ দাস জানিয়েছেন পার্টির সিদ্ধান্তেই এই কমিটি গঠিত হয়েছে এখানে আমার কোন একতিয়ার নেই।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

