ASANSOLRANIGANJ-JAMURIA

বিরোধিতা ও গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে রানীগঞ্জের বরো চেয়ারম্যান দায়িত্ব নিলেন মোজাম্মেল শাহজাদা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : সোমবার চরম বিরোধিতা ও গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে রানীগঞ্জের ২ নম্বর বরো দপ্তরে বরো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রানীগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল শাজাদা আনসারি। এদিন এই সিদ্ধান্ত গ্রহণের আগেই আসানসোল কর্পোরেশনে ভোটাভুটির পর থেকেই তৃণমূলের এই চার ওয়ার্ড কাউন্সিলর এই সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা করেন। এদিন তারা দাবি করেন প্রবীণ সদস্যকে তার উপযুক্ত সম্মান না দিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই দাবি করে ৯০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শক্তির রুইদাস, ৯১ নাম্বার ওয়ার্ডের রাজু সিং, ৯২ নাম্বার ওয়ার্ডের শ্যামা উপাধ্যায়, ও ৯৩ নম্বর ওয়ার্ডের অলক বোস এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। যদিও এ সমস্ত কিছুকে তোয়াক্কা না করেই সোমবার বিকেলেই রানীগঞ্জের ২ নম্বর বরো দপ্তরের দায়িত্ব গ্রহণ করল মোহাম্মদ শাহজাদা আনসারী। তাকে বরণ করে নিলেন মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক ও বড় দপ্তরের সকল কর্মীরা। এদিন দায়িত্ব গ্রহণের পরই বরো চেয়ারম্যান জানান সমস্ত বকেয়া কাজ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply