এটিএম এর মেশিনের লক আটকে দিয়ে টাকা তচ্ছরূপের অভিযোগ, রাণীগঞ্জ ধৃত ২
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার আবারো এক অভিনব উপায়ে ব্যাংকের এটিএম থেকে টাকা তচ্ছরূপের ঘটনা সামনে এল খনি শহর রানীগঞ্জে। এবার দুষ্কৃতী দল পৃথক পৃথক এটিএম কার্ড সংগ্রহ করে ব্যাংকের এটিএম এর মধ্যে এটিএম এর মেশিনের লক আটকে দিয়ে এরর দেখিয়ে হাতিয়ে নিল হাজার হাজার টাকা। এমনই অভিযোগের প্রেক্ষিতেই রানীগঞ্জ থানার পুলিশ দুই সন্দেহ ভজনকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ এর পরই উঠে এল এমনই সব তথ্য। জানা গেছে বিহারের মহাব্বতপুর গ্রামের, শেখপুর থানার বাসিন্দা বছর কুড়ি র আকাশ কুমার ও বছর ১৯ এর অমন কুমার এই অভিনব প্রতারণা করে ব্যাংকের এটিএম থেকে হাতিয়ে নেয় টাকা।




প্রাথমিক পর্যায়ে রানীগঞ্জের ইউকো ব্যাংকের এটিএম থেকেই এরূপ ভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ রানিগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে থাকা এই দুই যুবককে গ্রেফতার করে, তাদের কাছে বেশ কিছু পৃথক পৃথক মানুষজনের এটিএম কার্ড পায়। জানা গেছে তারা এই এটিএম কার্ডের সাহায্যে ব্যাংকের এটিএম সিস্টেমকে এরর দেখিয়ে এই টাকা তারা হাতিয়ে নিত। এ বিষয়ে পুলিশ আর কোন কোন অংশে এ ধরনের প্রতারণা তারা করেছে, ও কারা কারা এই প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে তার তথ্য তল্লাশে জুটেছে, পুলিশের বিশেষ তদন্তকারী দল। বুধবার এ বিষয়ে প্রেক্ষিতেই রানীগঞ্জ থানার পুলিশ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাংকে তদন্ত চালিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করে। আগামীতে আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়েও চলছে জোর তদন্ত।
- Abhinav Shaw का सम्मान, दी गई आर्थिक सहायता
- SHRAVANI MELA SPECIAL TRAINS LIST : एक्सप्रेस और मेमू ट्रेनों के साथ बढ़ाये गये कोच, स्टॉपेज भी
- मुख्यमंत्री ममता बनर्जी ने कभी भेदभाव नहीं किया : मलय घटक
- Asansol : बिल्डरों को आधुनिक तकनीक की जानकारी दी मुंबई की संस्था ने
- Durgapuja 2025 : मार्कोनी दक्षिणपल्ली और बंगाल अंबुजा उर्वशी दुर्गापूजा की खूंटी पूजा