বার্ণপুরের ইস্কো কারখানায় বিস্ফোরণ, ৫ কর্মী আহত
বেঙ্গল মিরর, বার্নপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলের বার্ণপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো। সেই ঘটনায় ৫ জন কর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পাঁচটার সময় বার্নপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বা সেলের আইএসপি বা ইস্কো কারখানায় এই বিস্ফোরন ঘটে। আহত ৫ জন চুক্তি ভিত্তিক বা ঠিকা কর্মী বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত বাকি দুজনকে আসানসোলের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।




কারখানা সূত্রে জানা গেছে , ইস্কো কারখানার বিওএফ, ৯ এমটিআরে স্ল্যাগ ডাম্পিং করার সময় শনিবার বিকেল ৫টা নাগাদ একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ৫ জন আহত হন। ৫ জনের মধ্যে ৩ জনকে কারখানার অকুপেশনাল হেল্থ সেন্টার বা ওএইচএস থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে আসানসোলের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ভর্তি রাহুল বাউরির বাম হাতে ও তরুণ সিংয়ের ডান হাত ভেঙেছে। জানা গেছে কারখানার সেফটি হেড এবং সিজিএম (স্টিল) খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের সঙ্গে কথা বলেন।কারখানা সূত্রে জানা গেছে, কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
- उर्दू शायर दिवंगत तस्लीम नियाजी की किताब का विमोचन
- আইএসএল লিগ জয়, মোহনবাগান অধিনায়ককে সম্বর্ধনা আসানসোল মেরিনার্স’ র
- দুর্গাপুরে বেহাল দশা রাস্তার, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ বিজেপির
- আসানসোল পুরনিগম এলাকায় তৈরি হবে ৯৩টি ইউপিএইচসি, জমি ও পরিকাঠামো নিয়ে বৈঠক
- দুর্গাপুরের দুটি আবাসনে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য, তালা ভেঙে লুঠ নগদ ও গয়না, সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ