West Bengal

“এক ডাকে অভিষেকে” কল করার ২৪ ঘণ্টার মধ্যে অ্যাডমিট কার্ড হাতে পেল খড়্গপুরের ছাত্রী

বেঙ্গল মিরর, খড়্গপুর : ( West Bengal News ) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) ফোন করার ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান। গত বৃহস্পতিবার স্কুল থেকে অ্যাডমিট কার্ড না মেলায় মাথায় হাত পড়ে যায় খড়্গপুরের ১ নম্বর ব্লকের জয়গোপালপুরের বাসিন্দা খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সোনালী মিদ্যা। গ্রামের কিছু মানুষের পরামর্শ নিয়ে সোনালীর বাবা শুক্রবার সকালে যোগাযোগ করেন “এক ডাকে অভিষেকে” এবং সাহায্যের আবেদন জানান। আর ফোন করতেই মুশকিল আসান। অ্যাডমিট কার্ড হাতে পায় সোনালী। চিন্তার অবসান হয় খড়্গপুরের মিদ্যা পরিবারের।

সূত্র মারফত জানা গিয়েছে, গত শুক্রবার “এক ডাকে অভিষেকে” সমস্যাটি নথিভুক্তি করার পর তৎক্ষণাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শিক্ষা দফতরকে বিষয়টিকে জানানো হয়। এরপর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে সেদিন বিকেলবেলায় মিদ্যা পরিবারকে জানিয়ে দেওয়া হয় যে, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শনিবার বিকাশ ভবনে। বাবা খোকন মিদ্যাকে নিয়ে বিকাশ ভবনে যান সোনালী এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন।

সোনালী মিদ্যা তাঁর বক্তব্যে বলেছে, শারীরিক অসুস্থতার কারণে আমি ফর্ম ফিলআপ করে উঠতে পারিনি আর সেই কারণেই অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত থেকে যাই। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসতে পারবো তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সোনালীর বাবা তাঁর বক্তব্যে বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মেয়েকে অ্যাডমিট কার্ড পেতে সহযোগিতা করার জন্য। পাশাপাশি তাঁর “এক ডাকে অভিষেক” কর্মসূচির জন্যও শুভেচ্ছা জানাই এবং আগামীদিনে এই কর্মসূচি যাতে আরো মানুষের সহায়তা করতে পারে তার জন্য আশা রাখি।

এর আগে সেখানে কল করে অ্যাডমিট কার্ড হাতে পেয়েছিলো মাধ্যমিক পরীক্ষার্থী সোনামুখী নিবাসী ১৫ বছর বয়সী ময়না মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে সঠিক সময়ে সে তার ফর্ম ফিলআপ করে উঠতে পারিনি। এবার সেই একইরকম ভাবেসহায়তা পেলো খড়্গপুরের সোনালী মিদ্যা। প্রথমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবারে এই কর্মসূচি চালু করা হয়। সেই কর্মসূচির নাম দেওয়া হয় “এক ডাকে অভিষেক”৷ এই কর্মসূচি অনুযায়ী, তাঁর লোকসভা এলাকা ডায়মন্ড হারবারে কোনও রকম সমস্যা হলে সেখানকার মানুষ সরাসরি তাঁকে ফোন করতে পারবেন৷ কিন্তু পরবর্তীকালে অন্যান্য জেলা থেকেও কল করে সমাধান পাচ্ছেন সাধারণ মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *