ASANSOL

অপহরণের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : একেবারে ফিল্মি কায়দায় হয়েছিল অপহরণ, কিন্তু বাসের চালকের উপস্থিত বুদ্ধিতে, শেষ রক্ষা হল না। অপহরণের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই, অপহরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জামুড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ও জামুড়িয়ার থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করল। উদ্ধার করা হল অপহরণ হয়ে যাওয়া ব্যবসায়ীকে। বৃহস্পতিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায়। এদিন, চলন্ত বাস থেকে, এক তামার স্ক্র্যাপ বিক্রেতার অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাঁকসা থানা এলাকায়। পরে জামুড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ বিশেষ নাকা চেকিং চালিয়ে এই অপহরণের ঘটনায় যুক্ত চার ব্যক্তিকে একটি চার চাকা গাড়িসহ আটক করে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় কাটোয়ার বাসিন্দা স্ক্রাপ বিক্রেতা সন্তোষ কুমার দে আসানসোলের বাবুয়া তলাবের খান পট্টির কড়াইয়ের ব্যবসায়ীর কাছে কয়েক লক্ষ টাকার সামগ্রিক খরিদ করে বলে জানা যায়। সেই আসানসোলের ব্যবসায়ীর পরিবারের সদস্যদের দাবি এই সন্তোষ কুমার দের কাছে দীর্ঘদিন ধরে এই বকেয়া টাকা দেওয়ার জন্য জানালেও সে সেই বকেয়া টাকা দিচ্ছিল না। এরপরই ওই ব্যবসায়ী সন্তোষ কে অপহরণের ছক কষে, বৃহস্পতিবার সকালে সন্তোষ কুমার যখন কাঁকসার পানাগড়ে কাছে ছিল, সেসময় চলতিবাস থেকে তাকে নামিয়ে নেওয়ায় হয়।

এই ঘটনা লক্ষ্য করে গাড়ি চালক তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দিলে জামুড়িয়া থানার ট্রাফিক গার্ডের পুলিশ ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ সতর্ক হয়ে কালো রঙের একটি চারচাকা গাড়িতে করে এই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাদের ঘিরে ধরে ফেলে। এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও কাঁকসা থানার পুলিশ পৌঁছে চার অভিযুক্ত কে কাঁকসা থানায় নিয়ে যায়। জানা গেছে এই অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত চার অভিযুক্ত আসানসোলের বাবুয়া তালাও এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *