কয়লা খনির ভিতরে পকলেন মেশিনে ভয়াবহ আগুন
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-সালানপুর এরিয়ার ইসিএলের বনজেমারী কোলিয়ারির কয়লা খনির ভিতরে কয়লা উত্তোলনের পপলেন গাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ।খবর সূত্রে যানা যায় যে আজ সকালে পপলেন গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ইসিএলের ট্যাংকারে করে জল দেওয়ার কাজ শুরু হয়েছে।জানা যায় বেসরকারি কয়লা উত্তোলন কোম্পানি ডেকোর দ্বারা এই খনিতে কয়লা উত্তলন করা হয়।আর এই পপলেন গাড়ি টী ওই কোম্পানির বলে যানা গেছে ।তবে প্রাথমিক এই আগুনলাগার কারণ অনুমান যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লাগে।ঘন্টা খানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।














- আসানসোলে বিজেপি নেতার উদ্যোগে রক্তদান শিবির ও দলীয় কার্যালয়ের উদ্বোধন
- আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ” আসানসোল প্রাইড রান ২০২৬ “
- দুর্গাপুরে ইভটিজিং অভিযোগ ঘিরে মুখোমুখি তৃণমূল ও বিজেপি, ফাঁড়িতে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা
- ACCI का बुलू चटर्जी की याद में Asansol Pride Run 2026, अर्पिता – प्रतीक सर्वश्रेष्ठ
- বার্নপুরে ব্যবসায়ীকে শুটআউট, ধৃত তিন







