রানীগঞ্জে ভারতীয় জনতা পার্টির আসানসোল লোকসভা কেন্দ্রের প্রবাস যোজনা বৈঠক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : শনিবার রানীগঞ্জের সরাফ ভবনে বিজেপির আসানসোল জেলা সংগঠনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির আসানসোল লোকসভা কেন্দ্রের প্রবাস যোজনা বৈঠক শুরু হল। এদিনের এই বৈঠকে বিশেষভাবে উপস্থিত হলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল কুমার বনশল, রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা ,সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধান, পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, কুলটির বিধায়ক, সহ বিজেপির অসংখ্য শীর্ষ নেতৃত্ব।




এদিনের এই বৈঠক নিয়ে সুনীল কুমার বনশল কোন মন্তব্য করতে না চাইলেও লকেট চট্টোপাধ্যায় জানান মূলত কর্মীদের মনোবলকে চাঙ্গা করার জন্যই তারা এই ধরনের বৈঠকের আয়োজন করেছেন আগেকার দিনে তাদের রণনীতি কি কি রইবে পঞ্চায়েত নির্বাচনের আগেই ১০০ দিনের কাজ কি কারণে বন্ধ হয়ে রয়েছে তা জানানোর সাথেই আবাস যোজনা টাকা কেন পাচ্ছেনা সাধারণ মানুষ সেগুলি জানান দেওয়ার সাথেই তৃণমূলের যে সকল দুর্নীতির বিষয় সেগুলিকে আরো মানুষজনের কাছে তুলে ধরার জন্য তাদের কর্মী সমর্থকরা রাজ্য স্তরে, জেলা স্তরে, অঞ্চল স্তরে, এমনকি বুথ লেবেলে তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে বলেই জানালেন।
- Asansol : पानी के लिए जनता जीटी रोड पर, पार्षद को घेरा
- তৃণমূল কংগ্রেস এর বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির বিশেষ সভা
- আসানসোলে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবির পরিদর্শনে মহকুমাশাসক
- আসানসোলের ১১৭ টি স্কুলের ৬৭৫ জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা
- Asansol : कोर्ट में 15 महीने में ऐतिहासिक फैसला, नाबालिग बेटी के साथ दुष्कर्म और हत्या के दोषी पिता को फांसी की सजा