কয়লা পাচার মামলা : আইনমন্ত্রীকে ইডির নোটিশ !
বেঙ্গল মিরর, কলকাতা: কয়লা চোরাচালান মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই দাবি করছে রাজ্যের গণমাধ্যমও। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারীকেও ডাকা হয়েছে ২৩ মার্চ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গেছে, তাকে ২৯ তারিখে ডাকা হয়েছে। যদিও আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি এখনো কোনো নোটিশ পাননি। অন্যদিকে, ইডি দাবি করেছে, মন্ত্রীর ইমেলে নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনেক কাউন্সিলরও ইডি-র রাডারে রয়েছেন। অন্যদিকে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী শংকর চক্রবর্তীর স্ত্রী কাউন্সিলর দীপা চক্রবর্তী বলছেন, তিনি কোনো নোটিশ পাননি, তিনি অসুস্থ। অন্যদিকে মন্ত্রীর ঘনিষ্ঠরা এ ধরনের নোটিশ পাওয়ার বিষয়টি অস্বীকার করছেন।




উল্লেখযোগ্য যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দুদিন আগে নয়ডা থেকে আসানসোল পুলিশ গ্রেপ্তার করেছিল। এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বিজেপি কর্মীরা। এর পরই মন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। মলয় এবং জিতেন্দ্র দুজনেই আসানসোলের বাসিন্দা। দুজনের মধ্যে কী সম্পর্ক তা সবারই জানা। এখন কী ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই সকলের চোখ স্থির। লক্ষণীয় বিষয় হল, ইডি এবং সিবিআই উভয়ই কয়লা দুর্নীতি মামলার তদন্ত করছে। এই ক্ষেত্রে, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইডি একাধিকবার তলব করেছিল। রাজ্যের একাধিক আইপিএস অফিসারকেও জেরা করেছে সিবিআই এবং ইডি। একই মামলায় গুরুপদ মাজিকে ইডি গ্রেপ্তার করেছে, যিনি বর্তমানে তিহার জেলে বন্দী।
- Asansol : रेहान की लाश मिली 24 घंटे बाद, गहरे गड्ढे में था फंसा
- দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে মারধরের ঘটনা, আরো দুজন গ্রেফতার
- ঝুলন মেলার উদ্বোধন করলেন বিধায়ক
- आसनसोल चैंबर ऑफ कॉमर्स और सब डिविजनल मार्बल एंड हार्डवेयर एसोसिएशन ने राज्य कर अपर आयुक्त का किया स्वागत
- আসানসোলে নুনিয়া নদীতে তলিয়ে যাওয়া পড়ুয়ার দেহ ২৪ ঘন্টা পরে উদ্ধার