RANIGANJ-JAMURIA

লোন পাইয়ে দেবার অজুহাতে গৃহবধূকে কুপ্রস্তাব, দুর্ব্যবহার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বিবাহিত এক মহিলা বাড়ির সমস্যার জন্য লোন চাইতে গিয়ে পড়লো বিপাকে। এক বেসরকারি ব্যাংকের এজেন্ট লোন পাইয়ে দেবার অজুহাতে বাড়ির মধ্যে ডেকে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে তার সাথে দুর্ব্যবহার করার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জামুড়িয়া থানার মন্ডলপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এক মহিলা কয়েকদিন ধরেই বেসরকারি ব্যাংকের এজেন্ট আদেশ শিকারির কাছে ব্যাংকের লোনের জন্য ঘোরাফেরা করছিলেন।

এদিন ওই এজেন্ট সময় সুযোগ বুঝে তাকে সমস্ত কাগজ নিয়ে রাত্রিতে তার বাড়িতে একা দেখা করবার জন্য বলেন। ওই মহিলা নিজের সমস্ত জরুরী কাগজপত্র সঙ্গে নিয়ে আদেশ শিকারির বাড়িতে পৌঁছলে, ওই ব্যক্তি বাড়ির দরজা বন্ধ করে ওই গৃহবধূকে নানান কূপ প্রস্তাব দিতে থাকেন। এমনকি ওই গৃহবধুর সাথে অশালীন আচরণও করেন ওই ব্যক্তি, গৃহবধূর দাবি তার শ্লীলতাহানি করা হয়। ওই গৃহবধূ এই ঘটনার সময় কোনক্রমে ওই ব্যক্তির কাছ থেকে পালিয়ে গিয়ে বাইরে থাকা লোকজনেদের এই ঘটনার খবর দিতেই ও এলাকার মানুষজন এই ঘটনার খবর জানতে পেরে রাত্রে ওই অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে, বিক্ষোভে সরব হয়। পরে উত্তেজনাময় পরিস্থিতি লক্ষ্য করে পুলিশের বিশাল বাহিনী ও কম্বেট ফোর্স তৈরি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ওই ব্যাংকের এজেন্টকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply