ASANSOL

জামুরিয়া থানার পুলিশ 15 টি মোটরসাইকেল উদ্ধার করল

Bikes recovered by jamuria police

বেঙ্গল মিরর, জামুরিয়া , চরণ মুখার্জি:- আসানসোলের জামুরিয়া থানার পুলিশ 15 টি মোটরসাইকেল উদ্ধার করল । আর এর ফলে যাদের মোটরসাইকেল চুরি হয়েছে তারা ইতিমধ্যেই থানায় খবর লাগানো শুরু করেছে তাদের মোটরসাইকেল পাওয়া গেল কি না। অন্যদিকে কিছুদিন আগে রানীগঞ্জ থানার পুলিশ এভাবেই মোটরসাইকেল উদ্ধার করেছিল আর এই উদ্ধারকে খুব বড় সাফল্য বলে মনে করছে পুলিশ কমিশনারেট। এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে জানালেন, চার দিন আগে এক যুবককে জামুড়িয়ার নন্ডীগ্রাম থেকে ধরা হয়েছিল। তখন চুরি যাওয়া দুটি মোটরসাইকেল তার কাছ থেকে পাওয়া গেছিল ।তারপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে আরও 13 টি মোটরসাইকেল জামুড়িয়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ।

Leave a Reply