ASANSOL

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে সামনে রেখে দুদিনের সওয়াল-জবাব, জামিন দিলেন না সিজিএম

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল কম্বল কান্ডে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে সামনে রেখে দুদিন সওয়াল-জবাবের পরেও জামিন পেলেন না ধৃত জিতেন্দ্র তেওয়ারি। মঙ্গলবারের মতো বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে সিজিএম বা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মন্ডলের এজলাসে তার জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সওয়াল করেন আইনজীবী শেখর কুন্ডু। ছিলেন বিজেপি লিগ্যাল সেলের জেলা কনভেনার আইনজীবী অভিজিৎ ঘটকও। দুই আইনজীবী যেকোনো শর্তে বিজেপি নেতা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র ও পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির জামিন চান। পাল্টা জবাবে বলতে গিয়ে এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী বা পিপি সোমনাথ চট্টরাজ একাধিক তথ্য ও যুক্তি দিয়ে সবকিছু খন্ডন করে সেই জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, মামলার যা গুরুত্ব ও গতি প্রকৃতি তাতে জিতেন্দ্র তেওয়ারিকে হেফাজতে রেখে জেরা করা পুলিশের কাছে জরুরি।


এদিন সোয়া তিনটে থেকে শুরু হওয়া সওয়াল-জবাব বিকেল চারটের সময় শেষ হয়। কিন্তু সিজিএম সঙ্গে সঙ্গে কোন নির্দেশ দেননি। প্রায় দু’ঘন্টা পরে সন্ধ্যে ছটা নাগাদ সিজিএম তরুণ কুমার মন্ডল জিতেন্দ্র তেওয়ারির জামিন নামঞ্জুর করেন। সিজিএমের আগের দেওয়া নির্দেশ মতো ৮ দিনের পুলিশ হেফাজতে শেষে আগামী ২৭ মার্চ সোমবার জিতেন্দ্র তেওয়ারিকে আবার আসানসোল আদালতে পেশ করা হবে।


জানা গেছে, এদিনের নির্দেশের পরে জিতেন্দ্র তেওয়ারির আইনজীবীরা তার জামিনের জন্য দ্রুত উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছেন।
এদিন জামিন পেয়ে যেতে পারেন জিতেন্দ্র তেওয়ারি, এমন একটা আশা নিয়ে আসানসোল জেলা আদালতে হাজির ছিলেন বিজেপির একাধিক নেতা ও কর্মীরা। তারা হলেন, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বাপ্পা চট্টোপাধ্যায় রক্ষাকবচে থাকা আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা। কিন্তু সওয়াল-জবাব শেষে এদিন দলের নেতার জামিন যে হচ্ছে না, তা আন্দাজ করে সবাই একে একে আদালত ছেড়ে চলে যান। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই গ্রেফতার হয়েছে। রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করা হবে। পাশাপাশি আসানসোলের মানুষ এর জবাব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *