ইসিএল এর বন্ধ কোলিয়ারি থেকে রাতের অন্ধকারে জিনিসপত্র চুরির অভিযোগ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ইসিএল এর সোদপুর এরিয়া বন্ধ মাউথডি কোলিয়ারির বিভিন্ন সামগ্রী একটি পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল কোলিয়ারির কিছু দূরে সোদপুর গ্রামের গ্রামবাসীরা ওই পিকআপ ভ্যানটিকে আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের দাবি একটি কিছু জিনিস চালান দেখিয়ে ই সি এল এর অজস্র মাল পাচার করছিল চুরি করে রাতের অন্ধকারে কয়েক দিন ধরেই এরকম ঘটনা চলছে, তারা কান ঘুষও খবর পাচ্ছিল আজ তারা রাতের অন্ধকারে গ্রামের মুখে ওই পিকআপ টিকে ধরে ড্রাইভার এর কাছে যথাযোগ্য কাগজ দেখতে চাইলে ড্রাইভার দেখাতে না পারলে তারা ওই পিকআপ গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখায় থাকে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।




পুলিশকে ঘিরে ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আছে ম্যানেজার তবে ম্যানেজার ও সঠিক তথ্য দিতে না পারায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পরে গ্রামবাসীদের কে সঙ্গে নিয়ে মাল বোঝাই করা ওই পিকআপ ভ্যানটিকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়
- SAIL ISP सेफ्टी विभाग में तृणमूल पार्षद की दबंगई, वीडियो वायरल
- “90% निवेशक नहीं बना पाते करोड़ों का पोर्टफोलियो – क्या आप भी उनमें से एक हैं ?
- আসানসোলে ছিনতাইয়ের ঘটনা, কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ৪, উদ্ধার ২ লক্ষ টাকা
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 2लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी