ইসিএল এর বন্ধ কোলিয়ারি থেকে রাতের অন্ধকারে জিনিসপত্র চুরির অভিযোগ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ইসিএল এর সোদপুর এরিয়া বন্ধ মাউথডি কোলিয়ারির বিভিন্ন সামগ্রী একটি পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল কোলিয়ারির কিছু দূরে সোদপুর গ্রামের গ্রামবাসীরা ওই পিকআপ ভ্যানটিকে আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের দাবি একটি কিছু জিনিস চালান দেখিয়ে ই সি এল এর অজস্র মাল পাচার করছিল চুরি করে রাতের অন্ধকারে কয়েক দিন ধরেই এরকম ঘটনা চলছে, তারা কান ঘুষও খবর পাচ্ছিল আজ তারা রাতের অন্ধকারে গ্রামের মুখে ওই পিকআপ টিকে ধরে ড্রাইভার এর কাছে যথাযোগ্য কাগজ দেখতে চাইলে ড্রাইভার দেখাতে না পারলে তারা ওই পিকআপ গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখায় থাকে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।




পুলিশকে ঘিরে ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আছে ম্যানেজার তবে ম্যানেজার ও সঠিক তথ্য দিতে না পারায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পরে গ্রামবাসীদের কে সঙ্গে নিয়ে মাল বোঝাই করা ওই পিকআপ ভ্যানটিকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়
- Asansol में बैंक आफ बड़ौदा द्वारा भविष्यत क्रेडिट कार्ड के आवेदनों पर परेशान करने के आरोप
- Asansol से सहरसा के लिए ट्रेन की मांग, सांसद को पत्र
- होलिका दहन हेतु डंडारोपण की पूजा
- স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে খোলা মুখ খানিতে বিক্ষোভ, বন্ধ কাজ
- শ্রীবালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে রিষড়া প্রেম মন্দির আশ্রমের সংযোগ : কল্যাণ চক্রবর্তী