নামী কোম্পানির নকল টায়ার ও টিউব বিক্রির অভিযোগ, গ্রেফতার দোকান মালিক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ ( Asansol Barakar News Today ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির বরাকর বাস স্ট্যান্ডের সামনে একটি টায়ার ও টিউব বিক্রির দোকানে সোমবার অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের এই অভিযানে একটি নামী কোম্পানির লেবেল লাগানো ৫১৭ টি টিউব ও বেশকিছু টায়ার বাজেয়াপ্ত করা হয়।














জানা গেছে, দিল্লি থেকে ঐ নামী কোম্পানির মালিকের অভিযোগের ভিত্তিতে এই অভিযান করা হয়েছিলো। নামী কোম্পানির নকল প্যাকেট তৈরি করে নকল টায়ার ও টিউব বিক্রি করার অভিযোগ দোকান মালিককে প্রথমে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়।পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( ইবি) সন্দীপ চৌধুরী।
- আসানসোলে টোটো ও অটোর জন্য আলাদা পার্কিং জোনের পরিকল্পনা, এলাকা পরিদর্শনে ডেপুটি মেয়র ও পুলিশ আধিকারিক
- আসানসোলের দক্ষিণা কালী মন্দিরে নতুন পাঁচটি রুমের উদ্বোধন
- Asansol : जाम की समस्या पर टूटी प्रशासन की नींद, किया निरीक्षण, पर बड़ा सवाल होगा क्या ?
- Jamuria : बालू वाहन ने एक को रौंदा मौत, दुर्घटना के बाद बवाल, पुलिस पर हमला और तोड़फोड़
- আসানসোলের বিজেপির নেতা ও কর্মীদের নামে পুলিশের এফআইআর

