ডাব ভর্তি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোলে : ডাব ভর্তি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সকাল এই পথদুর্ঘটনা টী ঘটে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কে চৌরঙ্গী ওভার ব্রিজের উপর। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাশী কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে চিকিৎসার জন্য তবে অল্পএকটু চোট পাই শরীরে পিকআপ ভ্যান চালক ও খালাশীর চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়াহয় বলে খবর ।













পিকআপ ভ্যানটি কলকাতার বাগনান থেকে আসছিল ঔরাঙ্গাবাদ যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি ট্রাক আসানসোলের দিকে যাচ্ছিল। ব্রিজের উপরেই মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতের কোন খবর নেই। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গাড়ির মধ্যে আটকে থাকা চালককে উদ্ধার করে। অভিযোগ ২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধীরগতিতে ও সঠিক পদ্ধতি অবলম্বন না করে রাস্তার কাজ করছে, সেজন্য এই ধরনের দুর্ঘটনা প্রায়ই দেখা যায়। কখনো মারা যাচ্ছে কখনো আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অবিলম্বে এই বিষয়ে জেলা প্রশাসন হস্তক্ষেপ করুক বলে গ্রামবাসীদের দাবি।।দুটি গাড়িকে আটক করে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ!
- আসানসোলে কাঠগড়ায় তৃনমুল নেতার ছেলের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিরোধীদের আক্রমণ, দায় এড়ালো শাসক দল
- Asansol : शकील मास्टर टीएमसी में नहीं : मोनू
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप





