ডাব ভর্তি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোলে : ডাব ভর্তি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সকাল এই পথদুর্ঘটনা টী ঘটে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কে চৌরঙ্গী ওভার ব্রিজের উপর। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাশী কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে চিকিৎসার জন্য তবে অল্পএকটু চোট পাই শরীরে পিকআপ ভ্যান চালক ও খালাশীর চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়াহয় বলে খবর ।




পিকআপ ভ্যানটি কলকাতার বাগনান থেকে আসছিল ঔরাঙ্গাবাদ যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি ট্রাক আসানসোলের দিকে যাচ্ছিল। ব্রিজের উপরেই মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতের কোন খবর নেই। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গাড়ির মধ্যে আটকে থাকা চালককে উদ্ধার করে। অভিযোগ ২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধীরগতিতে ও সঠিক পদ্ধতি অবলম্বন না করে রাস্তার কাজ করছে, সেজন্য এই ধরনের দুর্ঘটনা প্রায়ই দেখা যায়। কখনো মারা যাচ্ছে কখনো আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অবিলম্বে এই বিষয়ে জেলা প্রশাসন হস্তক্ষেপ করুক বলে গ্রামবাসীদের দাবি।।দুটি গাড়িকে আটক করে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ!
- আসানসোলে তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন
- Rotary Club ऑफ आसनसोल ग्रेटर ने डॉक्टर्स डे पर किया पौधारोपण
- ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে