ডাকাতির পরিকল্পনার ছক বানচাল করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার আবারো ডাকাতির ঘটনা সংঘটিত করার আগেই ডাকাতির পরিকল্পনার ছক বানচাল করল পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় এমনই অভিযোগে মঙ্গলবার রাত্রে চার যুবককে গ্রেফতার করে রানীগঞ্জ থানার পুলিশ। এর আগে নিমচা জঙ্গল থেকে ডাকাতির পরিকল্পনা করা চারজনকে গ্রেফতার করে পুলিশ। এবার রানীগঞ্জের বক্তারনগর যাওয়ার রাস্তায় কুমোর বাজার গ্যাস গোডাউনের বিপরীতে, রাত্রি প্রায় দশটা নাগাদ, ১০ – ১২ জনের একটি দল ডাকাতির পরিকল্পনা করছে, এই খবর পুলিশ গোপন সূত্র পাওয়ার পরেই, অতর্কিতে অভিযান চালিয়ে ডাকাত দলকে ঘিরে ধরলে। রাতের অন্ধকার ও ঝোঁপ জঙ্গলে লুকিয়ে পড়ার সুযোগ নিয়ে, ছয় সাত জন দুষ্কৃতী পালিয়ে গেলেও, চারজন দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে।
ধৃতদের কাছে পুলিশ বেশ কিছু ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি, লোহার যন্ত্রাংশ ও নাইলনের দড়ি উদ্ধার করে। ধৃতরা হল বছর ২৮ এর মোহাম্মদ কালিম উর্ফ ছোটু, বছর ২৩ এর মোহাম্মদ রহিম উর্ফ বড়কু, বছর ২৫ এর সৈকত খান উর্ফ শওকত, বছর ২৫শের বিট্টু শেখ। জানা গেছে এই সকল অভিযুক্তরা রানীগঞ্জের রনাইয়ের নবীনগর এলাকার বাসিন্দা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ডাকাতির ষড়যন্ত্র সহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করেছে, বুধবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠায়। আগামীতে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
- আসানসোলে তৃনমুলের ধিক্কার মিছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি
- নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
- नॉर्थ प्वाइंट स्कूल आसनसोल के 25 साल पूरे, रंगारंग आयोजन
- Asansol Court : বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক, চার বছর পরে সাজা ঘোষণা
- वार्ड संख्या 49 के नागरिकों ने मेयर को सम्मानित किया, धन्यवाद दिया