বারাবনিতে পথ দূর্ঘটনা, মৃত্যু মোটরসাইকেল চালকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। শুক্রবার সকাল দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার দোমহানি রোডের মাজিয়ারা পেট্রোল পাম্পের কাছে। বারাবনি থানার মাজিয়ারা গ্রামের বাসিন্দা মৃত মোটরসাইকেল চালকের নাম শেখ মুজিবুর (৪৫)। এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরসাইকেল চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি শেখ মুজিবুর এদিন সকাল দশটা নাগাদ মোটরসাইকেল করে দোমহানি থেকে কাজ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় দোমহানি রোডে মাজিয়ারা পেট্রোল পাম্পের কাছে কোন গাড়ি মুজিবুরের মোটরসাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যায়। যদিও কোন গাড়ি ধাক্কা মেরেছে, তা ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশে না থাকায় জানা যায় নি। পরে এলাকার বাসিন্দারা তাকে রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। সকাল এগারোটা নাগাদ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে জেলা হাসপাতালে আসেন। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।
- Asansol : सीएम ने किया छठ घाट का उद्घाटन, उपस्थित रहे मंत्री डीएम
- আসানসোলে ছট ঘাটের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- কলিয়ারীর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামের বাসিন্দারা
- Asansol : जिले में 300 घाटों पर दिया जाएगा अर्घ्य, ड्रोन और तीसरी आंख से नजरदारी
- রানীগঞ্জ থানায় সেরা পুজো ও মহরম কমিটিকে সম্বর্ধনা