রানীগঞ্জে নিরাপত্তা বলয়ের মধ্যেই রামনবমীর বিশাল শোভাযাত্রা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যেই রানীগঞ্জের রামনবমী উপলক্ষে দশমীর দিন শুরু হয়েছে রামনবমীর বিশাল শোভাযাত্রা। এদিন বিশ্ব হিন্দু পরিষদ ও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেই অসংখ্য রাম ভক্ত, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতির বিষয়কে শোভা যাত্রার মধ্যে তুলে ধরে, রানীগঞ্জের বিভিন্ন পথে শোভাযাত্রার বিশাল রেলি ঘুরল বিভিন্ন প্রান্তে। দিকে দিকেই নানান বাদ্যযন্ত্র সহযোগে হাজারো হাজার রাম ভক্ত অংশ নিল এই সুবিশাল শোভাযাত্রায়।














এদিন আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বহু রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেই রানীগঞ্জের বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা কেউ লক্ষ্য করা গেল এই রামনবমীর মিছিলের অগ্রভাগে। যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে পুলিশের বিশাল বাহিনী সমগ্র এলাকায় নজরদারি চালাচ্ছে, এই মিছিলকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম রানীগঞ্জ শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নেন। এদিনের এই শোভাযাত্রায় পুরুষদের পাশাপাশি মহিলারাও ব্যাপকভাবে অংশ নেয়। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রুপেশ যাদব, শান্তিপূর্ণভাবে এই মিছিল সকলকে সম্পন্ন করানোর জন্য শুভেচ্ছা জানান। এদিন তিনিও এই শোভাযাত্রায় অংশ গ্রহণও করেন।
- Jamuria : बालू वाहन ने एक को रौंदा मौत, दुर्घटना के बाद बवाल, पुलिस पर हमला और तोड़फोड़
- আসানসোলের বিজেপির নেতা ও কর্মীদের নামে পুলিশের এফআইআর
- সালানপুর ও বারাবনি বিডিও অফিসে বিএলওদের বিক্ষোভ, অবস্থান
- আসানসোলে পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগ, শিক্ষা বিষয়ক একদিনের ন্যাশানাল সেমিনার
- SIR 2025 : Draft List में अपना नाम कैसे चेक करें ? नाम न होने पर क्या करें

