RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে এক কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে নতুন বোরো অফিস

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দীর্ঘ প্রাচীন রানীগঞ্জ পৌরসভা ভেঙ্গে গেছে অনেক দিনই আর সেই পৌরসভার বদলে ই গড়ে উঠেছে রানীগঞ্জ দু’নম্বর বরো দপ্তর। শহরের মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরেই এই দপ্তর গড়ে ওঠায় ব্যাপক দুর্ভোগের শিকার হতে হচ্ছিল সকলকেই, যা নিয়ে বেশ কয়েক দফায় এই দপ্তর স্থানান্তরনের দাবি ওঠে। এবার সেই দপ্তর একটি অবৈধভাবে দখল করে থাকা সরকারি খাস জমি কে দখল নিয়ে সেই অংশেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের অর্থনুকুলে প্রায় এক কোটি টাকা ব্যয় করে নতুনভাবে এই দপ্তর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হল।

শনিবার যার ভিত্তিপ্রস্তর স্থাপন করে, দপ্তর গড়ে তোলার উদ্যোগ নিলেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, এলাকার বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, সহ বেশ কয়েকটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও রানীগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গেল না রানীগঞ্জের চারটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও বিরোধীদলের ওয়ার্ড কাউন্সিলর কে।

মেয়র যদিও দাবি করেন সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে তারা কি কারণে আসেনি সেটা তিনি বলতে পারবেন না বলেই জানান। উল্লেখ্য ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এই দপ্তর গড়ে তুলতে শনিবার থেকে এই কাজ শুরু করে দেয় এডিডিএল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকল সদস্য রা। এখন দেখার কত দ্রুত এই দপ্তর গড়ে ওঠে মানুষজনদের পরিষেবা প্রদানের জন্য কাজকর্ম শুরু করে তার অপেক্ষায় রয়েছে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *