পঞ্চায়েত ভোটে হইহই করে জিতবে তৃনমুল কংগ্রেস, কুলটিতে মহিলা সংগঠনের সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিভিন্ন দূর্নীতিতে গত কয়েক মাসে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। শাসক দলের নেতা ও মন্ত্রীদের অনেকেই জেলে রয়েছেন। এরমধ্যেও আসন্ন পঞ্চায়ত নির্বাচনে দলের জেতার ব্যাপারে যথেষ্টই আশাবাদী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রবিবার আসানসোলের কুলটির নিয়ামতপুরে কুলটি ব্লক তৃনমুল মহিলা কংগ্রেসের ডাকা এক সভায় এসো মন্ত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে তৃনমুল কংগ্রেস হইহই করে জিতবে।



এদিনের সভা থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের কথা সবচেয়ে বেশি ভাবেন। এই বাংলায় পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষণ ৫০ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যেসব প্রকল্প চলছে, তারমধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার। আগেকার দিনে আমাদের মায়েদেরকে একটা পয়সার জন্য বাড়ির ছেলেদের কাছে চাইতে হতো। এখন তা হয়না। লক্ষীর ভান্ডারের টাকায় মহিলারা উপকৃত হয়েছেন। সত্যি বলতে কি, আমার মা বেঁচে থাকলে এই প্রকল্পের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করতেন। এদিনের সভা থেকে তিনি কেন্দ্রের শাসক দল বিজেপির পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন।
শনিবার ভরসন্ধ্যায় দূর্গাপুরে খুন হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝাঁ। এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার তৃনমুল কংগ্রেসের সমালোচনা করেছেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একটা বিচার্য বিষয় নিয়ে কিছু বলবো না। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের সভাপতি যা বলেছেন, তা নিজের দায়িত্বে বলেছেন। যিনি খুন হয়েছেন, তিনি কে, কোন দলে যোগদান করেছিলেন, কাদের সঙ্গে ছিলেন, তা সবাই জানেন। আর কোন ঘটনা নিয়ে যে কেউ, যা খুশি বলতে পারেন। কিন্তু ঘটনা কি ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসন। এদিনের সভায় অন্যদের মধ্যে ছিলেন তৃনমুল কংগ্রেসের জেলা চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, তৃনমুল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ও কুলটি ব্লক সভানেত্রী তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র।
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग
- Asansol : TMC का मिलन उत्सव, 500 साड़ी वितरण
- কালিপুজোয় বোলপুরের আদিবাসী গ্রামে সোদপুরের বন্দোপাধ্যায় দম্পতি, হলো খাওয়াদাওয়া, সঙ্গে উপহার ও নেলপলিশ পরার প্রতিযোগিতা
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे