আসানসোল কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করল
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচন দুই বছর পর ২৯ মার্চ আসানসোল বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে। নির্বাচনী ময়দানে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ৭টি পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, এবারের নির্বাচনে জয়ী নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা বুধবার আসানসোল বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে তাদের কার্যভার গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনার আধিকারিক অর্ণব কুমার বিশ্বাস, অজয় ব্যানার্জি, শিবনাথ রায়, অমিত কুমার দে এবং সৌরভ গাঙ্গুলী ছাড়াও সিনিয়র অ্যাডভোকেট অমিতাভ মুখার্জি বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দিয়ে সম্মানিত করেন।














এবারও আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে রাজেশ তিওয়ারি, সম্পাদক পদ থেকে আবার বাণী কুমার মণ্ডল, সহ-সভাপতি পদে অভিজিৎ রায় ও সনাতন ধারা, সহকারী সচিব পদে মণিপদ্ম ব্যানার্জি ও ধীরেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে শান্তনু ব্যানার্জি, অডিটর পদে অনিন্দিতা মুখোপাধ্যায় ওরফে রাইমা ও কার্যনির্বাহী সদস্য পদে জয়ী অভয় গিরি, অনুপ মুখার্জি, উজ্জ্বল কান্তি মণ্ডল, প্রীতি বালা কর্মকার, ঐন্দ্রিলা চক্রবর্তী, বিনোদ চৌধুরী এবং রতন কুমার দুবে দায়িত্ব বুঝে নেন। সচেতন থাকুন যে আসানসোল বার অ্যাসোসিয়েশন নির্বাচনে দুই বছর পরে মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, যেখানে ৮৯২ জন আইনজীবী তাদের ভোট দিয়েছেন।
- DRM Asansol विवाद पर विराम ? विनीता श्रीवास्तव को मिली यह जिम्मेदारी
- पश्चिम बंग प्रादेशिक मारवाड़ी सम्मेलन शिल्पांचल शाखा द्वारा जरूरतमंदों में कंबल वितरण
- আসানসোলে গঙ্গাসাগরে যাওয়া ভক্তদের জন্য খোলা হলো শিবির
- আসানসোলে ” আমাদের পাড়া, আমাদের সমাধান ও পথশ্রী ” প্রকল্পে কাজের উদ্বোধনে মন্ত্রী
- Asansol महावीर संचालन के लिए बनेगी 25 सदस्यीय कमेटी


