আসানসোল কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করল
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচন দুই বছর পর ২৯ মার্চ আসানসোল বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে। নির্বাচনী ময়দানে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ৭টি পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, এবারের নির্বাচনে জয়ী নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা বুধবার আসানসোল বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে তাদের কার্যভার গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনার আধিকারিক অর্ণব কুমার বিশ্বাস, অজয় ব্যানার্জি, শিবনাথ রায়, অমিত কুমার দে এবং সৌরভ গাঙ্গুলী ছাড়াও সিনিয়র অ্যাডভোকেট অমিতাভ মুখার্জি বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দিয়ে সম্মানিত করেন।













এবারও আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে রাজেশ তিওয়ারি, সম্পাদক পদ থেকে আবার বাণী কুমার মণ্ডল, সহ-সভাপতি পদে অভিজিৎ রায় ও সনাতন ধারা, সহকারী সচিব পদে মণিপদ্ম ব্যানার্জি ও ধীরেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে শান্তনু ব্যানার্জি, অডিটর পদে অনিন্দিতা মুখোপাধ্যায় ওরফে রাইমা ও কার্যনির্বাহী সদস্য পদে জয়ী অভয় গিরি, অনুপ মুখার্জি, উজ্জ্বল কান্তি মণ্ডল, প্রীতি বালা কর্মকার, ঐন্দ্রিলা চক্রবর্তী, বিনোদ চৌধুরী এবং রতন কুমার দুবে দায়িত্ব বুঝে নেন। সচেতন থাকুন যে আসানসোল বার অ্যাসোসিয়েশন নির্বাচনে দুই বছর পরে মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, যেখানে ৮৯২ জন আইনজীবী তাদের ভোট দিয়েছেন।
- পাঁচ বছর আগে দলের কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ, প্রাতঃভ্রমণে বেরিয়ে গ্রেফতার দুর্গাপুরের বিজেপি বিধায়কের ভাইপো
- সাঁইবাবা হাসপাতাল এবার সালানপুর ব্লকে, চিকিৎসা পরিষেবায় অভূতপূর্ব নতুন দিগন্ত
- AG Church Controversy सड़क पर आया, 8000 विद्यार्थियों के भविष्य का क्या होगा ?
- Raniganj में गोपाष्टमी महोत्सव की तैयारी जोरों से
- BJP MLA का भतीजा नाबालिग से दुष्कर्म के आरोप में गिरफ्तार


