কাজি নজরুল বিশ্ববিদ্যালয় আন্দোলন ঘিরে ধুন্ধুমার কান্ড, শঙ্খ, কাঁসর ও থালা বাজিয়ে গাড়ি আটকে বিক্ষোভ
কাজি নজরুল বিশ্ববিদ্যালয় অচলাবস্থা অব্যাহত, আবারও ভিসিকে ঢুকতে বাধা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোলে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত। বৃহস্পতিবার আবারও ভাইস চ্যান্সেলর (ভিসি) তথা উপাচার্য ডঃ সাধন চক্রবর্তীকে প্রশাসনিক ভবনে ঢুকতে দিলেন না আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী থেকে পড়ুয়ারা এদিন কাঁসর, ঘন্টা, শঙ্খ ও থালা বাজিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে তার গাড়ি আটকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এক আন্দোলনকারী বিক্ষোভের মধ্যে আচমকাই ভিসির গলায় রজনীগন্ধার মালা পড়িয়ে দেন। ঘটনায় হতচকিত ভিসি সেই মালা খুলে ঐ আন্দোলনকারীকে পড়িয়ে দেন। এরপর এক আন্দোলনকারী হাঁড়ি একে ভিসিকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু ভিসি তা খাননি। এদিন দুপুরে প্রায় আধঘন্টা ধরে এই আন্দোলনে ধুন্ধুমার কান্ড ঘটে বিশ্ববিদ্যালয় চত্বরে। স্লোগানে স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ে আসে। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দিয়ে ভিসিকে বিশ্ববিদ্যালয় থেকে বার করে নিয়ে যায়। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা পেলেন উপাচার্য।প্রসঙ্গতঃ, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি-সহ নানা অনিয়মের অভিযোগ তুলে টানা আন্দোলন-বিক্ষোভ চালাচ্ছেন অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও আধিকারিকদের একটা বড় অংশ। গত ১৩ মার্চ থেকে চলছে এই আন্দোলন। পরে এই আন্দোলনে সামিল হয় পড়ুয়ারাও। এরই মাঝে গত ২১ মার্চ ভিসি বিশ্ববিদ্যালয়ে এসে প্রশাসনিক ভবনে ঢুকতে যান। তখন তাকে আন্দোলনকারীরা বাধা দেন।
সেই বাধা পেয়ে ঢুকতে না পেরে তিনি ফিরে যান। আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের নামে এই আন্দোলনকে বেআইনী ঘোষনা করে ভিসি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় চত্বরের স্বাভাবিক অবস্থা ফেরাতে গত ১, ২, ৩ এপ্রিল মোট তিন দফায় কাজ নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখিত আবেদন জানিয়েছেন উপাচার্য। আন্দোলনকারীদের দিয়েছেন খোলা চিঠিও। সেই চিঠির পাল্টা জবাবও ইতিমধ্যেই দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
https://fb.watch/jKsNVCXNhd/?mibextid=RUbZ1f
- সোনার আংটির সূত্র ধরে চুরির কিনারা
- শাস্তির মুখে আসানসোল দূর্গাপুরের আরো এক পুলিশ অফিসার, কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ
- কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা, গ্রেফতার সিআইএসএফের দুই কনস্টেবল
- पांडवेश्वर में धड़ल्ले से कोयला चोरी जिम्मेदार कौन ?
- অন্ডাল থানার নতুন ওসি রানিগঞ্জে ডাকাত দলের সঙ্গে লড়াই করা এসআই