বাড়িতে বিস্ফোরণের ঘটনা, তদন্তে ফরেনসিক দল ও বোম স্কোয়াড
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির শাঁকতোড়িয়া এলাকায় একটি বাড়িতে বিস্ফোরনের ঘটনার তদন্তে নামলো ফরেন্সিক দল ও বোম স্কোয়াড। সোমবার ফরেন্সিক দলে এবং রাজ্য পুলিশের সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা বেশ কয়েক ঘন্টা ধরে ঐ বাড়ি সরজমিনে পরিদর্শন করেছেন। সেখান থেকেই তারা বেশ কিছু ভাঙাচোরা জিনিস ও অংশের নমুনাও সংগ্রহ করেছেন। এরপর তারা ঐ ঘরটি আবার সিল করে দেন।



যদিও ওই বাড়ির গৃহকত্রী গৃহবধূ বেবি ঘাসি বলেন, পুলিশকে বলেছি আপনাদের যত তদন্ত করার তাড়াতাড়ি করুন ও আমাদের বাড়িতে আমাদের ফিরিয়ে দিন। কেননা আমরা অন্যের বাড়িতে রয়েছি। আবার মেরামত করে আমাদের এই বাড়িতেই থাকতে হবে।
প্রসঙ্গত দিন কয়েক আগে গভীর রাতে এই বাড়িতে একটি বিস্ফোরনের ঘটনা ঘটেছিল। তাতেই রান্নাঘরের ছাদ এবং পাশের একটি রান্না ঘরের ছাদ উড়ে যায়। তবে কি কারণে এই বিস্ফোরন তা এখনও জানা যায়নি। তাই এদিন এই ঘটনার তদন্তে এল ফরেন্সিক ও বোম স্কোয়াড দল। তবে তারা অবশ্য এই তদন্ত নিয়ে কোন মন্তব্য করতে চাননি।পাশাপাশি পুলিশের পক্ষ থেকে অবশ্য এই ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়েছে। বিস্ফোরণের পরে বাড়ির কর্তা ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলো।
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार
- আসানসোলে ৪৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের বিক্ষোভ