ASANSOL

পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির ঘোষণা

পদাধিকারীদের সংখ্যাটা ৯০ পেরিয়ে গিয়েছে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পদাধিকারীদের চূড়ান্ত তালিকা মঞ্জুর করার জন্য রাজ্য কমিটিতে পাঠানো হয়েছিল। আজ সেটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল। জেলা কমিটিতে ৯ টি বিধানসভার প্রায় সবকটি থেকেই পদাধিকারী চয়ন করার চেষ্টা করা হয়েছে। রাজ্যের আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ছোঁয়া নতুন জেলা কমিটির পদাধিকারীদের চয়ন করার ক্ষেত্রেও দেখা গিয়েছে। আর ঠিক এই কারণেই শোনা যাচ্ছে তালিকায়
পদাধিকারীদের সংখ্যাটা ৯০ পেরিয়ে গিয়েছে।

পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি নিম্নরূপ :
চেয়ারম্যান – মলয় ঘটক

প্রেসিডেন্ট – জিতেন্দ্র কুমার তেওয়ারি

কো-অর্ডিনেটর – বিশ্বনাথ পারিয়াল এবং হরে রাম সিং

দূর্গাপুর টাউন কনভেনার (৪৩ টি ওয়ার্ড) – ধর্মেন্দ্র যাদব

আসানসোল টাউন কনভেনার ( ৫৪ টি ওয়ার্ড) –
ভি শিবদাসন দাশু।

কোষাধ্যক্ষ
অমিত তুলসিয়াণ

পার্মানেন্ট ইনভাইটি :
তাপস ব্যানার্জি
উজ্জল চাটার্জী
বিধান উপাধ্যায়
দিলীপ অগাস্তি
শুভদ্রা বাউরী

ভাইস প্রেসিডেন্ট:


উত্তম মুখার্জী
উত্তম চক্রবর্তী
রবিউল ইসলাম
পূর্ণশশী রায়
সোহরাব আলী
নিখিল নায়েক
বিপ্লব বিশ্বাস
পূর্ণেন্দু রায় (বাচ্চু রায়)
মহেশ্বর মুখার্জি
তাপস চক্রবর্তী
প্রবোধ রায়
অভিজিৎ আচার্য
বিনোদ নোনিয়া
প্রভাত চ্যাটার্জী
ধৃতি ব্যানার্জি
গোপীনাথ নাগ
কল্যান দাশগুপ্ত
মৃত্যুঞ্জয় মুখার্জি
গৌতম মজুমদার
মৃগেন পাল
সুশীল চ্যাটার্জী
মধু ঘটক
সুজিত চক্রবর্তী
মনি রায়
রবিন লায়েক
তাবাসসুম আরা
আখতার হোসেন
সুজিত রায়
সুভাষ প্রসাদ
চাঁদ সোরেন
শম্ভু গুপ্ত
শ্যামা উপাধ্যায়
মনোহর শেখ
মলয় বিট
প্রভাত ব্যানার্জি
তারকেশ্বর সিং
বাবু রায়
গোপীনাথ পাত্র
শ্যামাপদ ভট্টাচার্য
গোবিন্দ ভট্টাচার্য
অসীম মন্ডল
মহেশ সিং
নিমাই মিত্র

জেনারেল সেক্রেটারি :


অধীর গুপ্ত
চন্দ্র শেখর ব্যানার্জি
অভিজিৎ ঘটক
এমডি গোলাম সরোবর
কাঞ্চন মিত্র
মনোজ যাদব
সুকুমার সাধু
সুদীপ চৌধুরী
প্রেমনাথ সাউ
ভীমসেন মন্ডল
ভবানী ভট্টাচার্য
পবিত্র চ্যাটার্জী
দীনেশ চক্রবর্তী
সিদ্ধার্থ রানা
অলক দাস
শিবদাস চ্যাটার্জী
বিনোদ যাদব
শুভাশিস পাঁজা ( রিন্টু)
অমর চ্যাটার্জী
অলক বোস

সেক্রেটারি:


দেবু সাই
শ্যামল বাগদি
অনুপ চট্টরাজ
বাপি রায়
বিষ্ণুদেব নোনিয়া
নির্মল পাল
হেনা খাতুন
সায়ন্তন মুখার্জি
সুকুল হেমব্রম
উপানন্দ ঠাকুর
ডক্টর রামবালক শর্মা
সুধীন পান্ডে
শশী চৌবে
মনোজ পাল
মানস অধিকারী
কৃষ্ণেন্দু আচার্য
পাপ্পু সিং
অভিষেক সিং
সম্পা দাঁ

পুতুল ব্যানার্জি
অভয় উপাধ্যায়
শান্তি রুইদাস
বি ডি বিশ্বকর্মা
হায়দার আলী খান
চিন্তাহরণ চ্যাটার্জী
মলয় চক্রবর্তী
পূর্ণেন্দু চৌধুরী
উৎপল সেন
আশিষ কর্মকার
মলয় চক্রবর্তী

Leave a Reply