দুর্ঘটনায় নিহত দুই বিজেপি নেতার মৃতদেহ নিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, বারাবনি, কাজল মিত্র, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : সড়ক দুর্ঘটনায় নিহত দুই বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের পর বিজেপির নুনি অফিসে আনা হয়েছে। সেখানে তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। এরপর মরদেহগুলো আমদিহা পেট্রোল পাম্পের সামনে নিয়ে আসা হয়। মৃতদেহ নিয়ে সেখানে রাস্তা অবরোধ করেন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা।



তারা নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাম্পের গাড়িতে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তারা। তাই অবিলম্বে দোষীদের শাস্তি এবং নিহতদের স্বজনদের ক্ষতিপূরণের দাবি জানান
সকলে। ঘটনাস্থলে ভারী পুলিশ মোতায়েন করা হয়। ঘণ্টাখানেক জাম থাকার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
প্রসঙ্গত গত রবিবার আসানসোলের বারাবনি এলাকায় বারাবনি থানার গৌরান্ডী থেকে আসানসোল যাওয়ার রাস্তায় আমডিহা মোড় এর কাছে আমডিহা মোড়ে এক পেট্রোল পাম্প থেকে তেল ভরে বার হওয়ার সময় পেলোডার এসে তাদের ধাক্কা মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় বাবলু সিংহের আর আহত অবস্থায় পুলিশ মহেন্দ্র সিংহকে নিয়ে যায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনিও মারা যান।এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বারাবনি ব্লক জুড়ে।
পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে মৃত দুই বিজেপি নেতা মন্ডল সভাপতি ও সম্পাদক ছিলেন। তবে দুই বিজেপি নেতার পথ দুর্ঘটনায় মৃত্যুকে নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোল জেলা বিজেপি নেতৃত্বরা। যার কারনে সঠিক তদন্তের দাবী চেয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार