শিক্ষকের বাড়িতে চুরি আতঙ্কে এলাকাবাসীরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার কলোনির বাসিন্দা তথা বেলরুই বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক শখানাথ ঘোষের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।খবর সূত্রে জানা যায় পরিবারের লোকরা বাড়ির দরজাতে তালা বন্ধ করে।কলকাতা গিয়ে ছিলো এবং বাড়ি ফিরে এসে তারা দেখে তাঁদের বাড়ির জানলার গ্রিল ভাঙা এবং বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।




এরপর দেখে বাড়ির ভেতর আলমারিতে থাকা শোনার গহনা,প্রায় ১০থেকে ১২হাজার টাকা সহ কিছু বাসনপত্র চুরি যায়।ঘটনার বিষয় জানানো হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ কে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা তারা বলেন বারবার চুরি হলে বাড়ি থেকে বাজার যাওয়া মুশকিল।
- আসানসোলে তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন
- Rotary Club ऑफ आसनसोल ग्रेटर ने डॉक्टर्स डे पर किया पौधारोपण
- ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে