শিক্ষকের বাড়িতে চুরি আতঙ্কে এলাকাবাসীরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার কলোনির বাসিন্দা তথা বেলরুই বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক শখানাথ ঘোষের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।খবর সূত্রে জানা যায় পরিবারের লোকরা বাড়ির দরজাতে তালা বন্ধ করে।কলকাতা গিয়ে ছিলো এবং বাড়ি ফিরে এসে তারা দেখে তাঁদের বাড়ির জানলার গ্রিল ভাঙা এবং বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।



এরপর দেখে বাড়ির ভেতর আলমারিতে থাকা শোনার গহনা,প্রায় ১০থেকে ১২হাজার টাকা সহ কিছু বাসনপত্র চুরি যায়।ঘটনার বিষয় জানানো হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ কে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা তারা বলেন বারবার চুরি হলে বাড়ি থেকে বাজার যাওয়া মুশকিল।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग