শিক্ষকের বাড়িতে চুরি আতঙ্কে এলাকাবাসীরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার কলোনির বাসিন্দা তথা বেলরুই বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক শখানাথ ঘোষের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।খবর সূত্রে জানা যায় পরিবারের লোকরা বাড়ির দরজাতে তালা বন্ধ করে।কলকাতা গিয়ে ছিলো এবং বাড়ি ফিরে এসে তারা দেখে তাঁদের বাড়ির জানলার গ্রিল ভাঙা এবং বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।













এরপর দেখে বাড়ির ভেতর আলমারিতে থাকা শোনার গহনা,প্রায় ১০থেকে ১২হাজার টাকা সহ কিছু বাসনপত্র চুরি যায়।ঘটনার বিষয় জানানো হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ কে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা তারা বলেন বারবার চুরি হলে বাড়ি থেকে বাজার যাওয়া মুশকিল।
- আসানসোল রবীন্দ্রভবনে ইনুমেরেশন ফর্ম নিচ্ছেন বিএলও,বাড়ি – বাড়ি না যাওয়ার অভিযোগ
- আসানসোলের রেলপার এলাকা নিয়ে একাধিক দাবি, জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে থানায় বিক্ষোভ
- আসানসোল গার্লস কলেজের ৭৫ বছর পূর্তি, দুদিনের অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী মলয় ঘটক
- Asansol Girls College के 75 वर्ष पूरे, भव्य सांस्कृतिक कार्यक्रम का शुभारंभ
- পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার স্বামী

