শিক্ষকের বাড়িতে চুরি আতঙ্কে এলাকাবাসীরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার কলোনির বাসিন্দা তথা বেলরুই বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক শখানাথ ঘোষের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।খবর সূত্রে জানা যায় পরিবারের লোকরা বাড়ির দরজাতে তালা বন্ধ করে।কলকাতা গিয়ে ছিলো এবং বাড়ি ফিরে এসে তারা দেখে তাঁদের বাড়ির জানলার গ্রিল ভাঙা এবং বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।




এরপর দেখে বাড়ির ভেতর আলমারিতে থাকা শোনার গহনা,প্রায় ১০থেকে ১২হাজার টাকা সহ কিছু বাসনপত্র চুরি যায়।ঘটনার বিষয় জানানো হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ কে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা তারা বলেন বারবার চুরি হলে বাড়ি থেকে বাজার যাওয়া মুশকিল।
- Asansol : दुर्गापुर-रानीगंज सेक्शन पर ट्रेनों का परिचालन लगभग 01 घंटे के लिए बंद रहा
- Abhinav Shaw ISSF जूनियर विश्व कप में जर्मनी में मचा रहे है धमाल
- ইসিএলের পরিত্যক্ত চানক থেকে যুবকের দেহ উদ্ধার
- ECL নরসমুদা কোলিয়ারির সামনে ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির
- आज का राशिफल दिनांक 6/6/23