আসানসোলে টোটো চালকদের নিতে হবে লাইসেন্স, রুট পারমিট
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: শিল্পাঞ্চলে, এখন টোটো চালকদেরও পরিবহন দফতর থেকে রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছাড়া টোটো চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর পরেও টোটো চালকরা যদি এই নিয়ম না মেনে থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম বর্ধমান আরটিও মৃন্ময় মজুমদার বেঙ্গল মিররকে বলেন যে টোটো চালকদের পরে তাদের ই – রিকশা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তাদের একটি ড্রাইভিং লাইসেন্স এবং পারমিট প্রয়োজন। কোন রুটে চলতে হবে তাও তাদের লাইসেন্সে উল্লেখ থাকবে। প্রতিটি ই-রিকশার জন্য আলাদা রুট থাকবে। এতে জ্যামের সম্ভাবনা কিছুটা কমবে। আরটিও জানিয়েছেন, ভবিষ্যতে যাতে বেশি ঝামেলা না হয় সেজন্যই এমন করা হচ্ছে।













আইএনটিটিইউসি ব্লক সভাপতি রাজু আহলুওয়ালিয়াও বলেন যে টোটোর রুট ঠিক করা উচিত। কিন্তু দেরি হলেও শেষ পর্যন্ত পরিবহন দপ্তর কঠোর হয়েছে এবং রুটের পাশাপাশি লাইসেন্স বাধ্যতামূলক করেছে। এখন যদি একটি রুট থাকে, তাহলে আপনি শুধুমাত্র আপনার নির্ধারিত এলাকায় টোটো চালাতে পারবেন। রাজু আহলুওয়ালিয়া বলেন, প্রশাসনের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। এতে সবাই উপকৃত হবেন। টোটোর রুট নির্ধারণ করতে হবে বলে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তিনি। কারণ যেভাবে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণহীন ভাবে বেড়েছে তাতে এর প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায়। এই সিদ্ধান্ত খুবই দরকার ছিল।
- জামুড়িয়ায় তিন গ্রামের মানুষদের পথে নেমে অবরোধ, বিক্ষোভ, রাস্তা সংস্কারের দাবি
- আসেনি ইনুমেরেশন ফর্ম, ভোটার তালিকায় নাম উধাও, আতঙ্কে দুর্গাপুরের দম্পতি, মন্ত্রী ও প্রশাসনের দ্বারস্থ
- Asansol : स्कूल बस और एक कार के बीच टक्कर के बाद पत्थरबाजी से भड़का तनाव
- Asansol Girl’s College 13 साल बाद प्राचार्या का पदभार ग्रहण
- আসানসোল পুরনিগমের কোটি – কোটি টাকার রাজস্ব গায়েব !

