বার্নপুরে রাজ্য খো-খো প্রতিযোগিতার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক শুক্রবার সন্ধ্যায় বার্নপুরের ত্রিবেণী মোড়ে দুদিনের রাজ্য খো-খো প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই প্রতিযোগিতাটি ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে, যাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেয়েদের ৯ টি টিম অংশগ্রহণ করে। প্রয়াত মোহিনী দেবী ও বার্নপুর সব পেয়েছির আসরের যৌথ উদ্যোগে
এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।













মন্ত্রী বলেন, এটা বার্নপুরের জন্য গর্বের বিষয় যে আজ বার্নপুরের মাটিতে রাজ্যস্তরের খো খো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শিল্পপতি শঙ্কর শর্মা, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি ওরফে রকেট, কাউন্সিলর খুশবু গুরমিত সিং, অশোক রুদ্র তৃণমূল নেতা অমিত সেন, বাঁকে ওরফে সমীর খান, ভোলা সিং, বিরজু দাস রাজেশ সিং ,ধর্মরাজ সিং, অনিল প্রসাদ, রানী চৌধুরী, বনশ্রী দুবে, সুস্মিতা সরকার, শশী সিং, প্রাক্তন কাউন্সিলর পবন সাও, ববি সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
- আসানসোলে উল্টালো ওভারলোড টোটো, চাপা পড়ে মৃত্যু, উত্তেজনা
- Paschim Bardhaman SIR 2025 अब तक मैपिंग में मात्र 41 फीसदी मेल, सर्वदलीय बैठक की डीएम ने
- SIR ম্যাপিংয়ে মিল মাত্র ৩৫ শতাংশের, চার বিধানসভার ইআরও বদলি
- সাত তলা থেকে পড়ে মৃত্যু ঠিকা কর্মীর, ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- আসানসোলে লায়ন্স ক্লাবের আই হাসপাতালে হেল্থ কেয়ার ইউনিট, উদ্বোধনে রাজ্যসভার প্রাক্তন সাংসদ


