আসানসোলে প্রচন্ড গরমের মধ্যে পানীয়জলের সমস্যা, পিএইচই দপ্তরে মহিলাদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ পানীয় জলের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি বা পিএইচই দপ্তরের অধীনে জলাধারের স্থানীয় অফিসে আসানসোল পুরনিগমের ২১ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মহিলাদের বিক্ষোভ দেখালেন সোমবার। খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল।
জানা গেছে, আসানসোল পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশে জল সরবরাহ করে থাকে পিএইচই দপ্তর ও কিছুটা অংশে আসানসোল পুরনিগম। ৪০/৪২ ডিগ্রি তাপমাত্রায় তীব্র গরমের মধ্যে গত তিনদিন ধরে গোবিন্দপুর গ্রাম জলহীন হয়ে পড়েছে। এই এলাকার হাজার হাজার মানুষকে পিএইচইর জল দেওয়ার কথা থাকলেও তারা তা দিতে পারছে না।




স্বাভাবিক ভাবেই গরমের মধ্যে জল না পেয়ে সোমবার গ্রামের মানুষদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। এদিন সকালে গ্রামের বেশ কিছু মহিলা একজোট হয়ে এলাকায় পিএইচই দপ্তরের অধীন জলাধার ও অফিসের সামনে আসেন। অফিস তখন খালি ছিলো। কোন কর্মী সেখানে ছিলেননা। কাউকে না মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ এই তীব্র গরমেও তিন দিন ধরে জল পাচ্ছেন না তারা। বছরখানেক ধরে জল সরবরাহ অনিয়মিত অবস্থায় আছে। তারা এদিন এসে দেখেন গোটা অফিস ফাঁকা কেউ নেই। আগেও যতবার এসেছেন ও দেখেছেন অফিসে কেউ থাকেনা। স্থানীয় মহিলাদের আসতে দেখে খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী মন্ডল উপস্থিত হন সেখানে।
তিনিও অভিযোগ করে বলেন, জল পরিষেবা মানুষকে দিতেই হবে। কিন্তু কিছুদিন ধরে পিএইচই এই এলাকায় জল দিচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন এই এলাকার মানুষেরা। তিনিও বলেন আমিও এসে দেখলাম অফিসে কেউ নেই। আমি এই অবস্থায় আসানসোল উত্তর থানায় খবর দিলে পুলিশ আসে। তারপর পিএইচইর দুজন কর্মী আসেন। গ্রামবাসীদের অভিযোগকে সমর্থন করে পিএইচইর আধিকারিকদের জল সরবরাহের ক্ষেত্রে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান কাউন্সিলর। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
অন্যদিকে, সেখানে উপস্থিত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মী বলেন, তারা কাছাকাছি ছিলেন। আর এখানে মাঝেমধ্যে পাইপ লাইনের কিছু সমস্যা থাকায় জল সরবরাহে বিঘ্ন হচ্ছে।
অন্যদিকে জনসাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুপম ঘোষ বলেন, এই বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার আসানসোল পুরনিগমে এক বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে আমি নিজে উপস্থিত থাকবো। আশা করছি আলোচনা করে সমস্যা মেটাতে পারবো।
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি
- Durgapur NIT में विस्फोट ! प्रोफेसर व छात्र घायल