BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লক তৃণমূল কমিটির তালিকা প্রকাশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পঞ্চায়েত ভোটের-আগে জেলায় জেলায় বিভিন্ন সংগঠনগুলিতে রদবদল করতে শুরু করেছে তৃণমূল। প্রতিটি জেলার ব্লক সভাপতি, ব্লক যুব TMC সভাপতি, মহিলা TMC সভানেত্রী পদে নতুন তালিকা নিয়ে আসতে শুরু করেছে রাজ্যের শাসক দল। কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি পদে দায়িত্ব ভার দেওয়া হল পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কে।এবার বারাবনি বিধান সভার বারাবনি ব্লক এর নতুন ব্লক কমিটিতে ৬৫
জনের নাম ঘোষণা হয়েছে। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তি ও দুর্নীতিমুক্ত মুখ তুলে আনতেই এই রদবদল বলে TMC সূত্রে খবর।

উল্লেখ্য, সোমবার বারাবনি ব্লকের পানুড়িয়া দলিয় কার্যালয়ে নব গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
বারাবনি ব্লক সভাপতি হয়েছেন অসিত সিং, যিনি এর আগেও ব্লক সভাপতি ছিলেন ।সহ সভাপতি হলেন কেশব রাউত ,ও প্রদীপ মিশ্র ,।সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ সিংহ ও পূজা মান্ডি কে তাছাড়া কনভেনার রয়েছেন নিমাই রাউত ,ও কোষাধখ্য আশীষ মন্ডল কে করা হয়েছে এছাড়াও বাকিদের রাখা হয়েছে মেম্বার পদে ।একই সাথে বাড়াবনি ব্লকের আটটি পঞ্চায়েত এর অঞ্চল প্রেসিডেন্ট এর নাম ঘোষণা করেন বারাবনি ব্লক সভাপতি
অসিত সিংহ এটিকে পঞ্চায়েত নির্বাচনের আগে ঘর গোছানোর মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।


বারাবনি ব্লক তৃণমূল কমিটির তালিকা প্রকাশ ব্লক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া অসিত সিং বলেন , ”দলের পরামর্শ নিয়ে দলের অভিজ্ঞ নেতাদের সঙ্গে আলোচনা করে এবং মানুষের পাশে থেকে আরও ভালো ভাবে দলকে এগিয়ে নিয়ে যাব । ”এই কমিটি নির্বাচনের সময় সাংগঠনিক দক্ষতা, স্বচ্ছ ভাবমূর্তি, এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা এই সব বিষয় গুলোর উপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply